মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জমি পুনরুদ্ধার
রাজধানীর মিরপুরের গোড়ান-চটবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ১০০ একর জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২১ মে) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জমি উদ্ধার করা হয়।
অভিযানে সহায়তা করে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পঞ্চবটী থেকে গোড়ান-চটবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
উচ্ছেদ অভিযানে যে প্রতিষ্ঠানগুলোর স্থাপনা সরিয়ে ফেলা হয়, তাদের মধ্যে রয়েছে—মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার এবং এনডিই রেডিমিক্স প্ল্যান্ট-২। এছাড়াও বিরুলিয়া এলাকার বিভিন্ন অবৈধ দোকান ও অন্যান্য কাঠামোও অপসারণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও নদী রক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
রাজধানীর মিরপুরের গোড়ান-চটবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন ১০০ একর জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২১ মে) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জমি উদ্ধার করা হয়।অভিযানে সহায়তা করে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বেড়িবাঁধসংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পঞ্চবটী থেকে গোড়ান-চটবাড়ি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।উচ্ছেদ অভিযানে যে প্রতিষ্ঠানগুলোর স্থাপনা সরিয়ে ফেলা হয়, তাদের মধ্যে রয়েছে—মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার এবং এনডিই রেডিমিক্স প্ল্যান্ট-২। এছাড়াও বিরুলিয়া এলাকার বিভিন্ন অবৈধ দোকান ও অন্যান্য কাঠামোও অপসারণ করা হয়।পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও নদী রক্ষা কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।ভোরের আকাশ//হ.র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে রায় ইশরাক হোসেনের পক্ষে এলেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির এই নেতা।বুধবার রাতে রাজধানীর কাকরাইলে নিজের মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। ইশরাক বলেন, রায় যেভাবেই আসুক না কেন, উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।তিনি বলেন, "স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি একটি দলের হয়ে কাজ করছেন। এটি এখন স্পষ্ট, সরকার আদালত ও নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে। তাই তার উচিত অবিলম্বে পদত্যাগ করা।"রায়ের বিষয়ে তিনি আরও বলেন, "যদি রায় আমাদের পক্ষে আসে, তাহলে সেটিকে আমরা আইনের শাসনের বিজয় হিসেবে দেখব, এর বেশি কিছু নয়। এই আন্দোলন কোনো ব্যক্তির মেয়র হওয়ার লড়াই নয়—এটি একটি জাতীয় আন্দোলন, গণমানুষের ভোটের অধিকার নিশ্চিত করার সংগ্রাম।"ইশরাক হুঁশিয়ার করে বলেন, উপদেষ্টা পদত্যাগ না করলে কাকরাইলেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, "এই আন্দোলনের লক্ষ্য ব্যক্তিগত নয়, বরং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হোক, ক্ষমতার চেয়ার ভাগাভাগি নয়।"রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইশরাকের বক্তব্য পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে এবং তা আগামী দিনের রাজপথের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।ভোরের আকাশ//হ.র
বিএনপিকে জনগণবিরোধী এক পরিণতির পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, “চুপ্পুর অপসারণ হোক বা জুলাই ঘোষণাপত্র—বিএনপি সবসময়ই জনগণের পক্ষে নেওয়া উদ্যোগে বাধা দিয়েছে বা নির্লিপ্ত থেকেছে। দলটি এখন কেবল পুরোনো রাজনৈতিক সমঝোতা ও শাসকগোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও তাদের অবস্থান ছিল নীরব।”তিনি আরও বলেন, “বিএনপি কখনোই জনগণের পক্ষে কোনো আন্দোলনে দেখা যায়নি। তারা রাজপথে নামে কেবল নিজেদের ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণের জন্য। ইশরাক হোসেনের মেয়র প্রার্থিতা ঘিরে বিএনপির সাম্প্রতিক আচরণ ফের প্রমাণ করেছে, দলটি কেবল নিজেদের এজেন্ডা নিয়েই চিন্তা করে—বাংলাদেশের মানুষের জন্য তাদের কোনো সংগ্রাম, প্রতিশ্রুতি বা আত্মত্যাগ নেই।”বিএনপির বর্তমান চরিত্র নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “আজ বিএনপি হয়ে উঠেছে কিছু বয়স্ক রাজনীতিকের ক্ষমতা চর্চার প্ল্যাটফর্ম, যেখানে ইশরাকের মতো তরুণ নেতাকেও একটি মেয়র পদের জন্য রাস্তায় বসে থাকতে হয়।”নাসির উদ্দিন পাটোয়ারীর দাবি, গত ১৬ বছরে ভুল নেতৃত্ব ও কৌশলগত ব্যর্থতায় বিএনপি নিজেদের ভেতরের জাতীয়তাবাদী কর্মী এবং সাধারণ মানুষকে ফ্যাসিবাদী দমননীতির মুখে ঠেলে দিয়েছে। তিনি বলেন, “বিএনপি আজকের জুলাই অভ্যুত্থানকেও দেখছে কেবল একটি ক্ষমতার পালাবদল হিসেবে—তাদের কাছে এটি কোনো জাতীয় রূপান্তরের আন্দোলন নয়।”তিনি আরও অভিযোগ করেন, “ঢাকার জনগণকে জিম্মি করে বিএনপি এখন একটি মেয়র পদ নিয়েও নাটক করছে। তারা জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আরেকটি এক-এগারোর পথে হাঁটতে চায়। তাদের উদ্দেশ্য পরিষ্কার—পুরোনো সমঝোতায় ফিরে গিয়ে দীর্ঘমেয়াদি ক্ষমতা নিশ্চিত করা।”তিনি হুঁশিয়ার করে বলেন, “তারা হয়তো ভাবছে ছাত্র-জনতা ঘরে ফিরে গেছে। কিন্তু তারা বুঝতে পারছে না—একটি পরিবারতন্ত্রের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান শুরু হয়েছে, সেটিকে রোধ করে আরেকটি মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা করলে দ্বিতীয় অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে। জুলাই প্রস্তুতি নিচ্ছে। রাজপথে আবার দেখা হবে।”এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ভোরের আকাশ//হ.র
ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।বুধবার (২১ মে) বিকেল ৩টায় আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এসময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা, বিদেশী পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। হামলায় সমন্বয় সাব্বির খন্দকার সহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।এঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল আজিজ কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।গতকাল ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায়। তিনি কারাগারের বাইরে আসলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারপিট করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। পরে তাকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ। ভোরের আকাশ/এসআই