নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১২:৪৫ এএম
দেশে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে আবার একটি ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তিনি বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ যেন সঠিক পথে না হয়, সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে।”
সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ‘জুলাই গণ-অভ্যুত্থান শোক ও বিজয় আয়োজিত’ যুব সমাবেশে এসব কথা বলেন তিনি। এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।
ফখরুল বলেন, “আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। একটা পরিকল্পিত অস্থিরতা তৈরি করে গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করার চেষ্টা চলছে। তবে আমরা বিশ্বাস করি, বিএনপি, যুবদল, ছাত্রদল যত দিন থাকবে, তত দিন এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করার কোনো শক্তি সফল হবে না।”
সরকারের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বিএনপি মহাসচিব বলেন, “আমরা এখন একটি ট্রানজিশন পর্বে আছি। এই সময়ে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা। সেদিকেই আমাদের অগ্রসর হতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি অতীতেও যখনই দেশ বিপর্যয়ের মুখে পড়েছে, তখন দায়িত্ব নিয়ে দেশ পুনর্গঠন করেছে। আজ আবার মনে হচ্ছে, সেই দায়িত্ব নিতে বিএনপিকেই সামনে আসতে হবে।”
সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, “পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আসুন সবাই মিলে কাজ করি। বাংলাদেশকে আবার গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ হিসেবে গড়ে তুলি। আমরা যদি একসঙ্গে এগিয়ে যাই, তাহলে সফলতা আসবেই।”
ভোরের আকাশ//হ.র