রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৪:৩৩ এএম
জাসদের সকল অংশের ঐক্যের লক্ষ্যে রংপুরে বিভাগীয় মতবিনিময় সভা
১৯৭২ সালে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল ‘জাসদ’। আজ বহু খণ্ডে বিভক্ত। খণ্ড বিখণ্ড ভাগগুলোকে এক করে জাতীয় সমাজতান্ত্রিক দলের সবাইকে ঐক্য করে এবার আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। বলেছেন জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজী ব্যারিস্টার ফারাহ খান ।
শনিবার (১০ মে) দুপুরে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগের সকল জেলার জাসদের সব অংশের নেতা-কর্মীদের নিয়ে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার ফারাহ খান বলেন, আমরা দেখেছি স্বাধীনতার পরে দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিল। মানুষের বাক-স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, আমরা দেখেছি সারাদেশে লুটপাট শুরু হয়েছিল। আমরা এমন স্বাধীনতা চাইনি বলেই আমাদের নেতা সিরাজুল আলম খানের নেতৃত্বে ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়েছিল। জাসদ একটি বটগাছ ছিল কিন্তু সেই জাসদ ব্যক্তি স্বার্থে খণ্ড বিখণ্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে। সেই কারণে আমি আজ আপনাদের কাছে এসেছি কারণ জাসদ কোনো নেতার দল নয়, জাসদ কর্মীদের দল। জাসদের কর্মীরাই এ দলের প্রাণ ও শক্তি। তাই জাসদকে আবারও কর্মীদের কাছে ফিরিয়ে নিতে হবে।
তিনি বলেন, সবাই ঐক্য থাকলে জাসদই হতে পারতো এই দেশের মূল কান্ডারী। আমরা দেখি আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারি না। জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড় বড় দলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই।
বক্তব্য রাখেন, জাসদ নেতা সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম ইসলাম রাজু, অ্যাড. রফিকুল ইসলাম মুকুল, শফিয়ার রহমানসহ অন্যরা। আগামী জাতীয় নির্বাচনে কোন দলে শরিক না হয়ে ৩’শ আসনে নির্বাচন করার কথা জানান বক্তারা।
ভোরের আকাশ/এসআই