ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ০১:১৭ এএম
অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
আন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জনের মধ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে নাহিদ ইসলাম জানান, “দেশের চলমান পরিস্থিতিতে স্যার (অধ্যাপক ইউনূস) কাজ চালিয়ে যেতে পারবেন না এমন একটি শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি যদি কাজ করতে না পারি, তাহলে থাকবো কেন?’ অর্থাৎ তিনি পদত্যাগের চিন্তা করছেন।”
নাহিদ ইসলাম বলেন, “আমি তাকে বলেছি—এখনো আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি, আপনি যদি পদত্যাগ করেন তাহলে জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা গভীর শঙ্কায় পড়বো। সবাইকে নিয়ে ঐক্য তৈরি করুন, আপনি শক্ত থাকুন।”
অধ্যাপক ইউনূস তার সঙ্গে আলোচনায় বলেছেন, “একটি গণ অভ্যুত্থানের পর আমাকে যেখান থেকে এনেছিলে, সেখানে যদি আমি কাজ করতে না পারি, তবে এই পরিস্থিতিতে আমাকে জিম্মি করে রাখা হচ্ছে বলেই মনে হচ্ছে। রাজনৈতিক দলগুলো যদি একটি কমন জায়গায় না আসে, তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয়।”
একইদিনে বিএনপি থেকে অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়—তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপি’র এক শীর্ষ নেতা আইন উপদেষ্টা আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদকে ‘বিএনপির মুখপাত্র’ হিসেবে উল্লেখ করে সংস্কার না এলে তাদেরও পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে ‘পূর্ববর্তী বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ’ করেছেন।
সাম্প্রতিক রাজনৈতিক টানাপড়েন, বিভাজন ও দায়িত্ব পালনে বাধাগ্রস্ত পরিবেশের মধ্যেই অধ্যাপক ইউনূসের পদত্যাগের চিন্তা স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, যদি তিনি পদত্যাগ করেন, তবে অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব সংকট আরও ঘনীভূত হবে এবং জুলাইয়ের গণ-আন্দোলনের পর গঠিত নতুন রাজনৈতিক ভারসাম্যে বড় ধাক্কা আসতে পারে।
ভোরের আকাশ/হ.র