নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫ ০২:১১ এএম
জুলাই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না — অঙ্গীকারনামায় কঠোর শর্ত
জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না—এমন কঠোর শর্ত যুক্ত করার পরিকল্পনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। একইসঙ্গে সনদের অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই কার্যকর করার প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নেওয়া হবে। অঙ্গীকারনামায় বলা হবে, সংবিধান বা আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় হলে সনদকেই প্রাধান্য দিতে হবে এবং বাস্তবায়নে পূর্ণ আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা হবে।
কমিশন সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা সংলাপ শেষে ৮২ দফার সমন্বিত জুলাই সনদের খসড়া তৈরি হয়েছে। এর ভিত্তিতে ৯ দফার একটি অঙ্গীকারনামা প্রস্তুত করা হয়েছে। আগামী ১৩ জুলাই অংশগ্রহণকারী দলগুলোর কাছে পূর্ণাঙ্গ খসড়া পাঠানো হবে।
২০২৪ সালের ৫ আগস্টের রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করে সরকার, পরে সেগুলোর সমন্বয়ে জাতীয় ঐকমত্য কমিশন হয়। এই কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনার রূপরেখা হিসেবে জুলাই সনদ তৈরি করছে।
প্রথম ধাপে ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা করে ৬২টি প্রস্তাবে ঐকমত্য হয়। দ্বিতীয় ধাপে কমিশন ২০টি বিষয়ে সিদ্ধান্ত নেয়, যার মধ্যে ৯টিতে বিএনপি-জামায়াত ও এনসিপির ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। দলগুলোর সম্মত ৮২টি প্রস্তাব নিয়ে জুলাই সনদের প্রাথমিক খসড়া তৈরি হয়, যেখানে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব ছিল। বিএনপি ও কয়েকটি দল এতে সম্মত হলেও জামায়াত, ইসলামী আন্দোলনসহ কিছু দল সনদকে বর্তমান সরকারের সময়েই বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার দাবি জানায়।
পরে ১০ ও ১২ আগস্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন অঙ্গীকারনামার খসড়া তৈরি করে। এতে সনদের ব্যাখ্যা, প্রয়োগ ও বৈধতা নিয়ে আপিল বিভাগের এখতিয়ার নির্ধারণ, বৈধতা বা প্রয়োজনীয়তা আদালতে চ্যালেঞ্জ নিষিদ্ধকরণ এবং প্রয়োজনে সংবিধান সংশোধন, নতুন আইন প্রণয়ন বা বিদ্যমান আইনের পরিবর্তনের বিধান রাখা হয়েছে।
এছাড়া অঙ্গীকারনামায় ২০২৪ গণঅভ্যুত্থানকে সংবিধানে রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন এবং আন্দোলনের সময়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও যুক্ত করা হয়েছে।
কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার জানান, জুলাই সনদের বাস্তবায়ন ও আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে এবং পূর্ণাঙ্গ খসড়া আজই দলগুলোর কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞদের লিখিত সুপারিশ বৃহস্পতিবারের মধ্যে পাওয়া গেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার পর তৃতীয় ধাপের সংলাপের সময়সূচি নির্ধারণ হবে।
ভোরের আকাশ//হ.র