নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১১:৩৭ পিএম
অসুস্থ জামায়াত আমিরের খোঁজখবর রাখছেন প্রধান উপদেষ্টা ও তারেক রহমান
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর একটি হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, “প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। আমি তার পক্ষ থেকে জামায়াত নেতাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি এবং আজ সরাসরি দেখতে এসেছি।”
তিনি আরও বলেন, “আমির সাহেব বর্তমানে ভালো আছেন। সামনে জাতীয় নির্বাচন রয়েছে। আমরা চাই দেশের সব রাজনৈতিক দলের নেতারা সুস্থ থাকুন এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করুন।”
এদিকে, জামায়াত আমিরের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
রাত সাড়ে ৮টায় মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। সেখানে জামায়াত আমিরের পাশে বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।
জামায়াত আমির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন।”
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। মঞ্চেই কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বক্তব্য চালিয়ে যান, কিন্তু পুনরায় অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ভোরের আকাশ//হ.র