নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৮ এএম
কারাবন্দিদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে কারা অধিদপ্তর
মাদকবিরোধী জাতীয় সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে চলতি সেপ্টেম্বর মাসকে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ ঘোষণা করেছে কারা অধিদপ্তর। এ উদ্যোগের আওতায় কারাগারগুলোতে ডোপ টেস্টসহ কঠোর তদারকি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। এমন পরিস্থিতিতে কারা অধিদপ্তর জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে প্রবেশকারী দর্শনার্থী, বন্দি ও কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ডোপ টেস্টের মাধ্যমে সন্দেহভাজন বন্দি বা কর্মচারীদের শনাক্ত করে নজরদারি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।
কারা অধিদপ্তর জানিয়েছে, ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ’ স্লোগানকে সামনে রেখে বিপথগামীদের সংশোধন ও পুনর্বাসনে তারা কাজ করছে। সঠিক প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বন্দিদের দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ভোরের আকাশ//হ.র