× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনডিপির এশিয়ান মেয়রস ফোরামে ডিএনসিসি প্রশাসকের অংশগ্রহণ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১২:৪০ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ের চায়না ওয়ার্ল্ড হোটেলে অনুষ্ঠিত হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এশিয়ান মেয়রস ফোরাম। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

এশিয়ান মেয়রস ফোরামের এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল “সহযোগিতামূলক উদ্ভাবন: একটি নিম্ন-কার্বন নিঃসরণ ও টেকসই ভবিষ্যতের শহর নির্মাণ”।

আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। তিনি ফোরামে টেকসই নগর উন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো এবং নগর শাসনে উদ্ভাবনের ভূমিকা বিষয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন।

ফোরামের উদ্দেশ্য ছিল শহরগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, কম কার্বন নিশ্চিত করতে উন্নয়ন কৌশল ভাগ করে নেয়া এবং প্রযুক্তি ও অর্থায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে শহরগুলোকে সহায়তা করা।

এবারের আয়োজনের আয়োজক ছিল ইউএনডিপির চীনে অবস্থিত প্রতিনিধিদপ্তর। এশিয়া ও অন্যান্য অঞ্চল থেকে আসা ১৬টিরও বেশি শহরের মেয়র, শহর প্রশাসক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা এই ফোরামে অংশগ্রহণ করেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির চীনে নিযুক্ত প্রতিনিধি বেয়াতে ট্রাংকমান উদ্বোধনী বক্তব্যে বলেন, “শহরগুলোকে নেতৃত্ব, সহযোগিতা এবং অর্থায়নের কাঠামোতে নতুন চিন্তা নিয়ে এগোতে হবে, যাতে তারা টেকসই উন্নয়নের পথ তৈরি করতে পারে। শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী শাসন ব্যবস্থাই শহরকে গতি ও স্থিতিশীলতা দিতে পারে।”

ফোরামের মূল পর্বে প্রধান বক্তৃতা, ইন্টার‌্যাক্টিভ প্যানেল আলোচনা ও মেয়র সংলাপ অন্তর্ভুক্ত ছিল। এতে অংশগ্রহণকারী শহরগুলোর মধ্যে ছিল, উলানবাটর (মঙ্গোলিয়া), বেইজিং (চীন), সিউল (দক্ষিণ কোরিয়া), সিঙ্গাপুর, ললিতপুর (নেপাল), কুয়ালালামপুর (মালয়েশিয়া), কলম্বো (শ্রীলঙ্কা), সুভা (ফিজি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (বাংলাদেশ), মালে (মালদ্বীপ), নমপেন (কম্বোডিয়া), এবং ভিয়েনতিয়েন (লাওস)।

এ ছাড়াও, ফোরামে অংশ নেন জাতিসংঘ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (UN ESCAP), এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), UNCTAD, সিটি নেট (CityNet), চিংহুয়া বিশ্ববিদ্যালয়, RICS ও আরুপ (ARUP)-এর প্রতিনিধিরা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি

কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ-পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি

উদ্ধার কাজে সহযোগিতায় ডিএনসিসির উত্তরা জোনে ছুটি বাতিল

উদ্ধার কাজে সহযোগিতায় ডিএনসিসির উত্তরা জোনে ছুটি বাতিল

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

সেপ্টেম্বরের মধ্যে ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে

সেপ্টেম্বরের মধ্যে ঢাকার খালি জায়গা ঘাস-লতা দিয়ে পূরণ করা হবে

রাজধানীর প্রায় ৫৯ শতাংশ ভবনে এডিস মশার লার্ভা

রাজধানীর প্রায় ৫৯ শতাংশ ভবনে এডিস মশার লার্ভা

 যেসব জেলায় টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

যেসব জেলায় টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

সংশ্লিষ্ট

পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা বাড়াল সরকার

পুলিশ সদস্যদের ঝুঁকি ভাতা বাড়াল সরকার

থানায় এসে কেউ যেন অপমানিত না হয়: আইজিপি

থানায় এসে কেউ যেন অপমানিত না হয়: আইজিপি

পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের

কোনো বিশেষ দলের প্রতি আমাদের আলাদা নজর নেই: সেনাবাহিনী

কোনো বিশেষ দলের প্রতি আমাদের আলাদা নজর নেই: সেনাবাহিনী