× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় ‘পাঁচ’ বছর

নিখিল মানখিন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ০৭:৪০ পিএম

আলোচনায় ‘পাঁচ’ বছর

আলোচনায় ‘পাঁচ’ বছর

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি রোডম্যাপ নিয়ে অনেক আগেই সৃষ্টি হয়েছে ধূম্রজাল। এমন পরিস্থিতিতে  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বা ‘বর্তমান অন্তর্বর্তী সরকার’কে আরও ‘পাঁচ বছর’ ক্ষমতাসীন রাখতে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন মহল থেকে বক্তব্য আসছে। যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতেই এমন আলোচনা সামনে আনা হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার এবং তাদের ঘেঁষা একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বিষয়টি বের হওয়ায় এনিয়ে জনমনে প্রবল কৌতূল তৈরি করেছে। বিষয়টি ইতোমধ্যে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে অন্তর্বতী সরকার ও রাজনৈতিক দলগুলোর মাঝে বেড়েছে পারস্পরিক সন্দেহের প্রবণতা।

দেশ পরিচালনায় ড. ইউনূসের দক্ষতা ও যোগ্যতার প্রতি প্রশ্ন নেই। কিন্তু তিনি কোন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন বা দেশের প্রধানমন্ত্রী হবেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি ওই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠ দল চাইলেও তাকে প্রধানমন্ত্রী বানাতে পারবে না। তবে একটি আসন শূন্য করে সেখানে উপ-নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থনে ড. ইউনূস প্রধানমন্ত্রী হলেও হতে পারবেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দ্রুত নির্বাচনের দাবিতে একমাত্র রাজনৈতিক দল হিসেবে অটল রয়েছে বিএনপি। তাদের সঙ্গে একই সুরে কথা বলছে নির্বাচন কমিশন। নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ নিয়ে খোদ অন্তর্বর্তী সরকারের ভিন্ন ভিন্ন বক্তব্যে বেড়েছে সংশয়। সর্বশেষ সংস্কার ছোট পরিসরে হলে নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে, বৃহত্তর সংস্কার হলে ২০২৬ সালের জুনে নির্বাচন এমন বক্তব্য বারবার দিচ্ছেন প্রধান উপদেষ্ট ড. ইউনূস।

জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের বক্তব্য ও সিদ্ধান্ত প্রকাশে জোরালো কোনো আবেদন লক্ষ্য করা যাচ্ছে না। জামায়াত প্রথম দিকে সংস্কারের পর নির্বাচনের দাবি করলেও সে অবস্থান থেকে দলটি সরে এসেছে। এখন তাদের অবস্থান অস্পষ্ট। দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষে নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। এনসিপি নেতাদের দাবি অনুযায়ী গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, বিভিন্ন কমিশনের সংস্কার কার্যক্রমের ব্যাপ্তি ও জটিলতা তো রয়ে গেছে।

সব মিলিয়ে ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে সংশয় বাড়ছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ড. ইউনূস বা সরকারকে আরও পাঁচ বছর রাখার মন্তব্য ও প্রচার। শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য করার আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা রাজনৈতিক দল এনসিপির একাধিক নেতার পক্ষ থেকে এমন বক্তব্য ওঠায় জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা : গত ১০ এপ্রিল দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষ চাচ্ছে এই সরকার যেন আরো ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে।’

সারজিস আলম : গত ২৯ মার্চ দুপুরে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেই পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে।

তিনি লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাক্সক্ষা আমার আজীবন থাকবে।’

পাগলা মসজিদে চিরকুট : গত ১২ এপ্রিল কিশোরগঞ্জের পাগলা মসজিদের ১১টি দানবাক্স খোলা হয়। এই দানবাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণের আকাক্সক্ষার বেশ কিছু চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চিরকুটটিতে লেখা রয়েছে ‘ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চাই- সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।’

প্রতিক্রিয়া : ড. মুহাম্মদ ইউনূসকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখতে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টার বক্তব্যেও কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ৫ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যে অঙ্গীকার করেছেন সেটি রক্ষা করবে বলেও আশা করি। এই সরকারের যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া দরকার।’

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত, নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময়ে বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের পাঁচ বছরের জন্য চায়।’

আর এনসিপির সারজিস আলমের মন্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘সারজিস আলমেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত, ড. ইউনূস থেকে কী লাভ? সবকিছু নিয়ে ছেলেমানুসি করা ঠিক নয়।’ তিনি বলেন, ‘নির্বাচন হলে ড. মুহাম্মদ ইউনূস যদি মনে করেন, জনগণ ৫ বছর নয় ১০ বছর তিনি থাকবে, জনগণ তাকে ভোট দিয়েছে, তাহলে তিনি থাকবেন। কিন্তু নির্বাচন ছাড়া আমি কীভাবে তাকে পাঁচ বছর রাখব?’

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। মানুষ এরই মধ্যে বুঝেছে, প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি, ড. ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান। কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন, তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী বলেন, নির্বাচন দ্রুত করার পক্ষে যেমন- বিএনপি ও সমমনা দলগুলোর যুক্তি আছে, তেমনি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অন্যদেরও সংস্কারের পর নির্বাচন চাওয়ার পক্ষেও যুক্তি আছে।

ইউনূস কীভাবে প্রধানমন্ত্রী হতে পারেন? : রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সারজিসের মতো আরও অনেকেই হয়তো মনে করেন বা বিশ্বাস করেন যে, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ দীর্ঘমেয়াদে সরকারপ্রধানের দায়িত্বে থাকলে দেশ বদলে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, তিনি কোন প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবেন বা দেশের প্রধানমন্ত্রী হবেন? নির্বাচন ছাড়া আর কোনো উপায় কি আছে? তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে তিনি ওই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তখন সংখ্যাগরিষ্ঠ দল চাইলেও তাকে প্রধানমন্ত্রী বানাতে পারবে না।

এছাড়া নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ দলের কোনো একজন এমপির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন করে মুহাম্মদ ইউনূস বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতে পারবেন কি না এবং তখন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, সেটি যতটা না আইনি ও সাংবিধানিক প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন নীতি-নৈতিকতার।

বাংলাদেশের বিদ্যমান সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগদান করিবেন। তবে শর্ত থাকে, তাহাদের সংখ্যার অন্যূন নয়-দশমাংশ সংসদ-সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবেন এবং অনধিক এক-দশমাংশ সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন।’

পরের দফা বলা হয়েছে, ‘যে সংসদ-সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মাণ হইবেন, রাষ্ট্রপতি তাঁহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন।’  দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। আর সংবিধানের এই বিধান অুনযায়ী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে যে দল, সেই দলের মনোনীত ব্যক্তিকেই রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন-এটাই রেওয়াজ।

মন্ত্রিসভার যে এক-দশমাংশ (দশজনে একজন) সদস্যকে টেকনোক্র্যাট কোটায় নিয়োগ দেওয়া যায়, সেই বিবেচনায় নিযুক্ত কোনো মন্ত্রীকে যেহেতু সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন বলে বিবেচনা করা হয় না। ফলে সংবিধান অনুযায়ী অনির্বাচিত কোনো ব্যক্তিকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত করা হলেও তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না।

একারণে ড. মুহাম্মদ ইউনূস যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন এবং তাকে যদি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় যুক্ত করাও হয়, তাহলে তার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া অসম্ভব না। তবে তাকে প্রধানমন্ত্রী হতে হলে কোনো সংসদ সদস্যকে আসন ছেড়ে দিতে হবে। সেই আসনে উপ-নির্বচানে প্রার্থী হয়ে নির্বচানে জিতে আসতে হবে তাকে। এরপর যদি সংখ্যাগরিষ্ঠ দল তাকে প্রধানমন্ত্রী পদে মনোনীত করে, তবেই কেবল তারপক্ষে প্রধানমন্ত্রীর আসনে বসা সম্ভব।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ড. ইউনূস যদি একদিনের জন্যও প্রধানমন্ত্রী হতে চান, সেটি হতে হবে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। যে নির্বাচনি ব্যবস্থাটি ধ্বংস করার কারণে আওয়ামী লীগের মতো একটি বড় দল এবং শেখ হাসিনার মতো একজন পরাক্রমশালী শাসকেরও পতন হয়েছে।

ফলে জনমনে এই শঙ্কাও রয়েছে যে, নির্বাচনি ব্যবস্থাকে পাশ কাটিয়ে বা উপেক্ষা করে কোনো বিকল্প উপায়ে একটি অনির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার পরিকল্পনা আখেরে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। যা ব্যর্থ করে দিতে পারে মুহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিমম্পন্ন মানুষের সারা জীবনের অর্জন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন

রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন

 শহিদুল আলমদের 'কনশানস'সহ ফ্লোটিলার সব জাহাজ আটক

শহিদুল আলমদের 'কনশানস'সহ ফ্লোটিলার সব জাহাজ আটক

 ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা সড়ক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় যানজটে আটকা সড়ক উপদেষ্টা

 গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রের

গাইবান্ধায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কলেজছাত্রের

 মৃত্যুর আগে ছাত্রলীগের বিষয়ে যে কথা বলেছিল আবরার

মৃত্যুর আগে ছাত্রলীগের বিষয়ে যে কথা বলেছিল আবরার

 পদ্মায় ইলিশ ধরার দায়ে শিবচরে ৭ জেলেকে জরিমানা

পদ্মায় ইলিশ ধরার দায়ে শিবচরে ৭ জেলেকে জরিমানা

 শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

 বরিশালে ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো উন্নয়ন হয়নি

বরিশালে ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো উন্নয়ন হয়নি

 সাভারে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

 ১৫ শিক্ষার্থীর মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারী! বছরে ব্যয় অর্ধকোটি টাকা

১৫ শিক্ষার্থীর মাদ্রাসায় ১৬ জন শিক্ষক-কর্মচারী! বছরে ব্যয় অর্ধকোটি টাকা

 আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে দোয়া করলেন ইনকিলাবের হাদি

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে দোয়া করলেন ইনকিলাবের হাদি

 কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : প্রধান উপদেষ্টা

কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : প্রধান উপদেষ্টা

 গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

গাজার পথে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

 পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য

পবিত্র কোরআনের শ্রেষ্ঠত্ব ও অনন্য বৈশিষ্ট্য

সংশ্লিষ্ট

মৃত্যুর আগে ছাত্রলীগের বিষয়ে যে কথা বলেছিল আবরার

মৃত্যুর আগে ছাত্রলীগের বিষয়ে যে কথা বলেছিল আবরার

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : প্রধান উপদেষ্টা

কন্যাশিশুদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে : প্রধান উপদেষ্টা

ঢাকার দুই সিটি : মশায় নাগরিক দুর্দশা চরমে

ঢাকার দুই সিটি : মশায় নাগরিক দুর্দশা চরমে