আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ০৩:১৭ এএম
জম্মু-কাশ্মিরে নতুন অভিযান ‘অপারেশন আখাল’, নিহত ১ জঙ্গি
জম্মু-কাশ্মিরের কুলগাম জেলায় নতুন করে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে ভারতীয় সেনা ও পুলিশ বাহিনীর যৌথ দল। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’। এনডিটিভির খবরে বলা হয়, এ অভিযানে এখন পর্যন্ত একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের অধীন চিনার কোরের বরাত দিয়ে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে অভিযান শুরু করা হয়। সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, “তল্লাশি চালানোর সময় জঙ্গিরা আমাদের বাহিনীর ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে আমাদের সদস্যরাও পাল্টা গুলি চালায়।”
তিনি আরও জানান, “রাতভর থেমে থেমে গোলাগুলি চলে। সেনারা ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করেছে। এতে একজন জঙ্গি নিহত হয়েছে।”
তবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে ২৮ জুলাই জম্মু-কাশ্মিরের দাচিগামের পাহাড়ি এলাকায় চালানো ‘অপারেশন মহাদেব’-এ তিনজন জঙ্গি নিহত হয়। তারা হলেন—সুলেমান, আবু হামজা ও ইয়াসির। ভারতের দাবি, তারা তিনজনই পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই-তৈয়বা (LeT) জঙ্গিগোষ্ঠীর সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নিহতদের কাছে পাকিস্তানি পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সঙ্গে পেহেলগাম হামলার ফরেনসিক নমুনার সঙ্গেও নিহতদের ডিএনএ মিল পাওয়া গেছে।
পাকিস্তান অবশ্য ভারতের এসব দাবিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে।
এছাড়া গত ৩১ জুলাই, বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ সীমান্ত এলাকায় দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুলিশ জানিয়েছে, নিহত দু’জনও পাকিস্তানি নাগরিক এবং লস্কর-ই-তৈয়বার সদস্য ছিলেন। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার পরপরই তারা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন।
সূত্র: এনডিটিভি
ভোরের আকাশ//হ.র