আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ০৩:৫৭ এএম
মামদানির নীতিকে 'ননসেন্স' বললেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বিতর্ক
নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির নীতিমালাকে 'ননসেন্স' বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২১ জুলাই) প্রচারিত এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “মানুষকে দোকান লুট করতে দিলে, আবার পুলিশ কমিয়ে দিলে তা কোনোভাবেই একটি ভালো সমাজ গড়তে পারে না। একদিন বাস্তবতা তাদের শেখাবে— এসব আসলে কতটা বোকামি।”
৩৩ বছর বয়সী মামদানি সম্প্রতি নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র হিসেবে প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন। যদিও তাকে ‘ডিফান্ড দ্য পুলিশ’ নীতির সমর্থক হিসেবে উপস্থাপন করা হয়েছে, মামদানি স্পষ্ট করে বলেছেন, “আমি পুলিশকে বাতিল করতে চাই না। বরং মানসিক স্বাস্থ্য ও গৃহহীন সংকটের মতো সমস্যায় পুলিশকে সহযোগিতার পরিবেশ তৈরি করতে চাই।”
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে মামদানি ঘোষণা দিয়েছিলেন, যদি তিনি মেয়র হন, তবে নিউইয়র্কে সফরকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার উদ্যোগ নেবেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে, যা ইসরায়েল কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এ ব্যাপারে নেতানিয়াহু বলেন, “আমি এসব হুমকিতে চিন্তিত নই।” এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, “আমি তাকে (নেতানিয়াহু) বের করে আনব।”
নেতানিয়াহুর কটাক্ষের জবাবে মামদানি বলেন, “আমি নিউইয়র্কের ইহুদি বাসিন্দাদের ভালোবাসি ও সম্মান করি। আমাকে অ্যান্টিসেমিটিক বলা অত্যন্ত কষ্টদায়ক।” তিনি ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে বাজেট ৮০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।
মামদানি ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য। তিনি ইসলামোফোবিয়ার বিরুদ্ধেও সরব এবং জানান, প্রায়ই তাকে হত্যা হুমকির মুখে পড়তে হয়। “তবুও আমি বিচলিত হতে চাই না,”— বলেন তিনি।
এদিকে, নেতানিয়াহু আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফর করতে পারেন। তার এই সম্ভাব্য সফরের প্রেক্ষাপটে মামদানির মন্তব্য ও নেতানিয়াহুর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।
তথ্যসূত্র: টাইম
ভোরের আকাশ//হ.র