× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য, মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ০৪:০০ এএম

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য, মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য, মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

ভিক্ষুকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রমমন্ত্রী মার্তা এলেনা ফেইতো। দেশটিতে চলমান খাদ্য সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার মধ্যে তার মন্তব্য জনমনে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

সম্প্রতি সংসদে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “কিউবায় কোনো ভিক্ষুক নেই। যারা ময়লার ভাগাড়ে যান, তারা মূলত বর্জ্য সংগ্রহ করে তা বিক্রি করে অর্থ উপার্জনের উদ্দেশ্যেই সেখানে যান।” তার এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সাধারণ জনগণের পাশাপাশি রাজনৈতিক অঙ্গন থেকেও সমালোচনার ঝড় ওঠে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট মিগুইয়েল দিয়াজ ক্যানেল নিজেও। এরপরই মার্তা এলেনা ফেইতো পদত্যাগের ঘোষণা দেন।

কমিউনিস্ট শাসিত দ্বীপ রাষ্ট্র কিউবায় সাধারণভাবে বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও, শ্রমমন্ত্রীর এই বক্তব্যের পর অনেকেই জনসমক্ষে ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমানে কিউবা চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে খাবারের অভাব, আবাসনের অপ্রতুলতা, জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় ওষুধেরও তীব্র সংকট রয়েছে। বহু মানুষ এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে ঘুরেও ওষুধ পাচ্ছেন না।

এই প্রেক্ষাপটে শ্রমমন্ত্রীর মন্তব্য সাধারণ মানুষের বাস্তবতাকে অস্বীকার করে বলে মনে করছেন অনেকেই।

সূত্র: বিবিসি

ভোরের আকাশ//হ.র

  • শেয়ার করুন-
 অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান সাময়িক বরখাস্ত

সংশ্লিষ্ট

সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে

সৌদিতে শুধুমাত্র নারীদের জন্য ‘নারী চালক’ উবার সেবা চালু করছে

শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার

শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় গ্রেপ্তার

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

ওমান সাগরে ২০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করল ইরান

আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী

আমেরিকায় চুরি করতে গিয়ে ধরা ভারতীয় নারী