আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৪ এএম
ভিসা জালিয়াতিতে কঠোর বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
ঢাকাস্থ মার্কিন দূতাবাস সতর্ক করেছেন, ভুয়া নথিপত্র জমা দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। অর্থাৎ এমন ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, “ভিসা জালিয়াতির প্রভাব অত্যন্ত গুরুতর। মিথ্যা তথ্য বা ভুয়া নথি জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে।”
এর আগে, ১ সেপ্টেম্বর দূতাবাস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন বন্ধ করতে উদ্যোগ নিয়েছে। যারা এ ধরনের জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
দূতাবাসের পোস্টে আরও বলা হয়েছে, একটি দেশের যদি সুরক্ষিত সীমান্ত না থাকে, তাহলে সেটি জাতি হিসেবে টিকে থাকতে পারে না। যারা ভিসা জালিয়াতিতে জড়িত বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে এবং আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ//হ.র