স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫ ০৬:১০ এএম
থাইরয়েডের সমস্যা: যেসব লক্ষণে বুঝবেন বিপদ সংকেত
কিছুদিন ধরে হঠাৎ মেজাজ খারাপ হওয়া, অস্থিরতা, খাওয়া-দাওয়ার ধরণ পাল্টে গেলেও ওজন না বাড়া বা না কমা কিংবা বুক ধড়ফড় করার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এসব উপসর্গের পেছনে থাইরয়েড হরমোনের অতিরিক্ত নিঃসরণ দায়ী হতে পারে।
চিকিৎসকদের মতে, শরীরে থাইরয়েড হরমোন বেশি উৎপাদিত হলে নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়, যাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম।
হাইপারথাইরয়েডিজমের ১০টি সাধারণ লক্ষণ
১. প্রচুর খাওয়ার পরও ওজন কমে যাওয়া।
২. বুক ধড়ফড় বা হার্টবিট অনিয়মিত হওয়া।
৩. মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, উদ্বেগ বা অস্থিরতা।
৪. স্বাভাবিক আবহাওয়াতেও অতিরিক্ত গরম লাগা বা ঘেমে যাওয়া।
৫. হাত কাঁপা ও কাজে মনোযোগ ধরে রাখতে না পারা।
৬. গলার নিচে অস্বাভাবিক ফোলা বা গোটার মতো অনুভূতি।
৭. চোখ ফুলে যাওয়া, শুষ্কতা বা বেরিয়ে আসার মতো সমস্যা।
৮. ঘন ঘন পায়খানা বা হজমে গোলমাল।
৯. শরীরে অস্থিরতা থাকা সত্ত্বেও সবসময় ক্লান্তি ও দুর্বলতা।
১০. চুল পড়ে যাওয়া ও ত্বকে অস্বাভাবিক পরিবর্তন।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
উপরে উল্লেখিত কয়েকটি লক্ষণ একসঙ্গে দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে ওজন দ্রুত কমে যাওয়া, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, মানসিক অস্থিরতা ও অস্বাভাবিক ক্লান্তি—এগুলো হাইপারথাইরয়েডিজমের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে।
একটি সাধারণ রক্তপরীক্ষার মাধ্যমে থাইরয়েড হরমোনের মাত্রা যাচাই করা সম্ভব। প্রয়োজনে অতিরিক্ত কিছু পরীক্ষা যেমন অ্যান্টিবডি টেস্টও করা হয়।
চিকিৎসকরা মনে করিয়ে দিচ্ছেন, শরীরের কোনো অস্বাভাবিক পরিবর্তন অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের কাছে যাওয়াই নিরাপদ।
ভোরের আকাশ//হ.র