স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ০১:২৫ এএম
ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি
দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল তাদের ইতিহাসে প্রথমবারের মতো একজন বিদেশি কোচকে নিয়োগ দিয়েছে। রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার (১২ মে) এই ঘোষণা দেওয়া হয়।
৬৫ বছর বয়সী আনচেলত্তি আগামী ২৬ মে থেকে ব্রাজিল দলের দায়িত্ব গ্রহণ করবেন। এদিন থেকেই লাতিন আমেরিকান ফুটবলে শুরু হবে একটি নতুন অধ্যায়। আনচেলত্তির অধীনে বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দলটি আবারও পুরনো গৌরব ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করবে।
সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস বলেন, "এটি শুধুমাত্র একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং আমাদের প্রতিশ্রুতি ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আমরা আবারও বিশ্ব র্যাংকিংয়ের শীর্ষে ফিরতে চাই। আনচেলত্তি ইতিহাসের সেরা কোচদের একজন, আর এখন তিনি বিশ্বের সেরা জাতীয় দলের দায়িত্বে।"
বিবিসির খবরে জানানো হয়, আনচেলত্তি তার ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিচ্ছেন ব্রাজিলের কোচ হতে। যদিও রিয়ালে দুই মেয়াদে ১৫টি ট্রফি জিতলেও সম্প্রতি তার দল ক্লাসিকো ম্যাচগুলোতে বার্সেলোনার কাছে বারবার হেরে সমালোচনার মুখে পড়ে। সর্বশেষ ম্যাচে ২-০ গোলের লিড নেওয়ার পরও শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরে যায় রিয়াল।
২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পর কোচ তিতে পদত্যাগ করলে আনচেলত্তিকে পেতে চেষ্টা চালায় ব্রাজিল। যদিও সে সময় তিনি রাজি হননি। তবে গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে পরাজয়ের পর পরিস্থিতি বদলায়। ওই পরাজয়ের পর বরখাস্ত হন তৎকালীন কোচ দরিভাল জুনিয়র।
এবার ব্রাজিল আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে দায়িত্ব দিয়ে ইতিহাস গড়লো—এটি শুধু নতুন কোচ নিয়োগ নয়, বরং দেশটির ফুটবল কাঠামোতে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা।
ভোরের আকাশ/হ.র