সনি সিঙ্গাপুর প্রেসিডেন্ট ঘোষণা করলেন “Sony-Rangs Big Buzz Offer” ক্যাম্পেইন
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সোনারতরী শোরুমে ২৫ মে, ২০২৫ তারিখে বিশ্বের অন্যতম শীর্ষ ব্র্যান্ড ঝড়হু-এর টিভি এবং হোম অডিও ভিডিও পণ্যের ঈদ ক্যাম্পেইন “Sony-Rangs Big Buzz Offer”-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড এর সম্মানিত ভাইস চেয়ারম্যান, মিসেস সাচিমি হোসেন; ব্যবস্থাপনা পরিচালক মি. একরাম হোসেন; মি. বে জি হুন, প্রেসিডেন্ট, সনি সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, মি. ইয়াপ ইউং, হেড অফ মার্কেটিং, সনি সিঙ্গাপুর আরএমডিসি এবং মি. রিকি লুকাস, ব্রাঞ্চ হেড, সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এই অফারের মাধ্যমে গ্রাহকরা বিশেষ ছাড় এবং বান্ডেল অফার উপভোগ করবেন। প্রথম ২৫ জন ভাগ্যবান গ্রাহক ২৯৯,৯৯৯ টাকায় Sony BRAVIA 8 Series ৫৫” OLED, ৩৪,৯০০ টাকায় Shake-X10D এবং ১১,৯০০ টাকায় HT-S100F কেনার সুযোগ পাবেন। এছাড়াও Sony TV এবংSoundbar বান্ডেল কেনার ক্ষেত্রে ১০% ছাড় দেওয়া হবে। ঈদের দিন পর্যন্ত, সীমিত স্টক সহ, এই অফারটি দেশব্যাপী সমস্ত শোরুম এবং অনলাইন স্টোর, ংযড়ঢ়.ৎধহমং.পড়স.নফ-তে পাওয়া যাবে।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৯৭তম সভা ৩০ জুলাই ২০২৫ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, জনাব ফকির আখতারুজ্জামান, জনাব মো: মশিউর রহমান চমক, জনাবা জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক জনাব নাসির উদ্দিন আহমেদ ও জনাব মো: রিয়াজুল করিম।এছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব জনাব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২০তম ড্র অনুষ্ঠিত হবে আজ। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাইজবন্ডের ‘ড্র’ সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি সিরিজে ১টি করে ৬,০০,০০০ টাকা, ১টি করে ৩,২৫,০০০ টাকা, ২টি করে ১,০০,০০০ টাকা, ২টি করে ৫০,০০০ টাকা এবং ৪০টি করে ১০,০০০ টাকার পুরস্কারসহ মোট ৪৬টি পুরস্কার দেওয়া হয়। আগামী রোববার (৩ আগস্ট) জাতীয় দৈনিক পত্রিকায় ‘ড্র’ এর ফল প্রকাশ হবে।জানা গেছে, ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলোই সংশ্লিষ্ট ড্রয়ের আওতায় আসে। আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজবন্ডে পুরস্কারপ্রাপ্ত অর্থের উপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়।উল্লেখ্য, প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই এবং ৩১ অক্টোবর ড্র অনুষ্ঠানের নির্ধারিত তারিখ। যদি নির্ধারিত দিনটি কোনো সরকারি ছুটির দিন হয়, তাহলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।ভোরের আকাশ/এসএইচ
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান রোববার (১৫ জুন) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২৫ (পঁচিশ) দিন ব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ০৫/২০২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন।প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার মোবাইল অ্যাপ ‘শাহ্জালালটাচপে’ চালু করল। ব্যাংকের গ্রাহকরা এখন থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে অ্যাপসটি ডাউনলোড করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবেন।আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে সব গ্রাহক এই অ্যাপসটি গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যাংকের কোনো শাখায় না গিয়ে ঘরে বসে বিশ্বের যেকোন জায়গা থেকে তার সব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ প্রধান অতিথি থেকে মোবাইল অ্যাপ শাহ্জালালটাচপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ