৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
দেশের পাঁচ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে নদীপথে চলাচল এবং খোলা আকাশের নিচে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
দেশের পাঁচ অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, পটুয়াখালী, কুমিল্লা ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় রেখে নদীপথে চলাচল এবং খোলা আকাশের নিচে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।ভোরের আকাশ/আজাসা
সারা দেশে চলমান ঝড়-বৃষ্টির প্রবণতার মধ্যে আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৬টি জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।রোববার (১৮ মে) রাতে নিজেদের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, শেরপুর, ময়মনসিংহ (উত্তরাঞ্চল), সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জয়পুরহাট, নেত্রকোনা ও জামালপুর জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে এসব এলাকায় কালবৈশাখী ঝড় ও ব্যাপক বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।এছাড়া দেশের আরও অনেক এলাকাতেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা থাকবে বলে জানায় বিডব্লিউওটি।আবহাওয়া বিশ্লেষকদের মতে, চলমান মৌসুমি বায়ুর প্রভাবে এই ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের প্রবণতা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোর জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।ভোরের আকাশ//হ.র
দেশের পাঁচটি অঞ্চলে আজ বেলা ১টার মধ্যে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। রোববার (১৮ মে) ভোরে এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ ভোর ৩টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা-ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে, গতকাল (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো-বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।ভোরের আকাশ/আজাসা
সারা দেশে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৬ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অফিস জানিয়েছে, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এছাড়া দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে চলেছে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সকাল নাগাদ কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।পরবর্তী কয়েক দিনে দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎ অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ভোরের আকাশ//হ.র