প্রাইজবন্ডের ড্র বুধবার

প্রাইজবন্ডের ড্র বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ঘন্টা আগে

আপডেট : ১৪ ঘন্টা আগে

প্রাইজবন্ডের ড্র বুধবার

প্রাইজবন্ডের ড্র বুধবার

সিঙ্গেল কমন ‘ড্র’ পদ্ধতিতে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আগামীকাল বুধবার (৩০ এপ্রিল) ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিটি সিরিজের জন্য নির্ধারিত সংখ্যক পুরস্কার দেওয়া হবে। আগামী ১ মে ‘ড্র’য়ের ফলাফল প্রকাশিত হবে জাতীয় দৈনিক পত্রিকায়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।

মঙ্গলবার ২৯ (এপ্রিল) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, এবারের ড্রয়ে প্রতি সিরিজে সর্বোচ্চ পুরস্কার হিসেবে থাকছে ৬ লাখ টাকার একটি করে পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকার দুটি, চতুর্থ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার দুটি এবং পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকার মোট ৪০টি পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ প্রতি সিরিজে মোট ৪৬টি পুরস্কার দেওয়া হবে।

১০০ টাকা মূল্যমানের এই প্রাইজবন্ড সরকার অনুমোদিত সঞ্চয়পত্রের একটি জনপ্রিয় রূপ। এটি এক প্রকার কাগুজে মুদ্রা পদ্ধতি। বিভিন্ন ব্যাংক ও বিক্রয়কেন্দ্র থেকে সহজেই এটি সংগ্রহ করা যায়। এতে বিনিয়োগকারীরা নিরাপদ সঞ্চয়ের পাশাপাশি প্রতি ড্রয়ে পুরস্কার জয়ের সুযোগ পান।

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

প্রাইজবন্ডের ড্র বুধবার

প্রাইজবন্ডের ড্র বুধবার

মন্তব্য করুন