ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:৩৩ এএম
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে জারি করা প্রজ্ঞাপন নিয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় ১২ মে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা শুধুমাত্র আওয়ামী লীগ ও এর অধিভুক্ত সংগঠনগুলোর কর্মকাণ্ডের ওপর প্রযোজ্য।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের যেকোনো ধরনের প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল, প্রকাশনা ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট সংগঠনের নেতা-কর্মী ও সদস্যদের জন্য বাধ্যতামূলক।
তবে এই প্রজ্ঞাপন অন্য কোনো রাজনৈতিক দলের কার্যক্রম বা নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না বলেও সরকার স্পষ্ট করেছে। আওয়ামী লীগ ও সরকারবিরোধী বিষয়ে গঠনমূলক সমালোচনা, বিশ্লেষণ বা আইনগত মূল্যায়নের পথ খোলা থাকবে বলে জানানো হয়।
সরকার জানায়, গত ১৫ বছরে বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিরুদ্ধে গুম, খুন, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলায় বাদী ও সাক্ষীদের ওপর ভয়ভীতি ও হামলার অভিযোগ রয়েছে। এতে বিচারিক কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব বিবেচনায় দলটির কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ভোরের আকাশ/হ.র