ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ০১:৫৫ এএম
তাপপ্রবাহে পথচারীদের জন্য আশ্রয়স্থল হবে মসজিদ, ঘোষণা ডিএনসিসির
তীব্র তাপপ্রবাহে ক্লান্ত পথচারীদের জন্য মসজিদকে সাময়িক বিশ্রয়স্থল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রোববার (১১ মে) এ উদ্যোগের কথা জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।
তিনি জানান, রাজধানীর উত্তরের সব মসজিদ এবং অজুখানা প্রতিদিন বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত খোলা থাকবে, যাতে পথচারীরা কিছু সময় বিশ্রাম নিতে পারেন ও গরম থেকে সাময়িক মুক্তি পান।
এদিকে, দেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে শনিবার (১০ মে) চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ অবস্থান আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, ঢাকাসহ দেশের অন্তত আটটি জেলায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি করেছে। এ পরিস্থিতিতে ডিএনসিসির এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।
ভোরের আকাশ/ হ.র