-->

বেইলি রোডের অগ্নিকান্ডে নিহতদের জন্য তামিম-মুশফিকদের শোক

অনলাইন ডেস্ক
বেইলি রোডের অগ্নিকান্ডে নিহতদের জন্য তামিম-মুশফিকদের শোক

রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে গতকাল রাতে লাগা আগুনের ঘটনায় নিহতদের জন্য শোক জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ একাধিক ক্রিকেটার।

এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন বলে জানা গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন। বার্ন ইউনিটে ১০ জন ও ঢাকা মেডিক্যালে দুজন ভর্তি রয়েছেন। তাদের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লাগা ভবনটির একটি ছবি শেয়ার করেছেন মুশফিক। একই সঙ্গে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম এবং জুমা মোবারক আপনাদের সবাইকে। আসুন আমরা তাদের বিদেহী আত্মার জন্য প্রার্থনা করি, যারা গতকাল দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের সময় প্রাণ হারিয়েছিলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

সাবেক অধিনায়ক তামিম লিখেছেন, ‘বেইলি রোডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের বদলানো উচিত, নয়তো কোনো কিছু পরিবর্তন হবে না।’

 

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আলাদা একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি ভবনে ঘটা মর্মান্তিক অগ্নি-দুর্ঘটনায় ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং কঠিন সময়ের মধ্যে যাওয়া তাদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার গভীর সমবেদনা। সঙ্গে ভয়ংকর এই অগ্নিকাণ্ডে আহত অবস্থায় হাসপাতালে থাকা সবার দ্রুত সুস্থতা কামনা করছি।’

বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘গতকাল ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় প্রাণ হারানো সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও চিকিৎসাধীন সবার দ্রুত সুস্থতা কামনা করছি। শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

 

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version