-->

৩০১ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
৩০১ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হাতে নিয়ে ৩০১ রানে এগিয়ে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেছে স্বাগতিক বাংলাদেশ। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৭ উইকেটে ৩০৮ রান করে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩১৭।

 

তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২১২ রান করেছিলো বাংলাদেশ। ৭ উইকেট হাতে নিয়ে ২০৫ রানে এগিয়ে ছিলো টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৪ ও মুশফিকুর রহিম ৪৩ রানে অপরাজিত ছিলেন।

 

চতুর্থ দিন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির বলে ব্যক্তিগত ১০৫ রানে আউট হন শান্ত। ১৯৮ বল মোকাবেলায় ১০টি বাউন্ডারি মারেন তিনি।

 

টেস্ট ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে ৭টি চারে ৬৭ রানে থামেন মুশফিক।

 

এছাড়া অভিষেক টেস্ট খেলতে নামা শাহাদাত হোসেন ১৮ ও উইকেটরক্ষক নুরুল হাসান ১০ রানে আউট হন।

 

মেহেদি হাসান মিরাজ ৩২ ও নাইম হাসান ৩ রানে অপরাজিত আছেন।

 

নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল ১৩৭ রানে ২টি উইকেট নেন।

 

-বাসস

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version