-->
বিপিএল ২০২৩

মালিকের হাফ-সেঞ্চুরিতে রংপুরের সংগ্রহ ১৫৮ রান

অনলাইন ডেস্ক
মালিকের হাফ-সেঞ্চুরিতে রংপুরের সংগ্রহ ১৫৮ রান

পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার শোয়েব মালিকের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের সপ্তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান করেছে রংপুর রাইডার্স। ৩৬ বলে অপরাজিত ৫৪ রান করেন মালিক।

 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

 

বল হাতে বরিশালের ইনিংস শুরু করেন সাকিব। প্রথম বলেই রংপুরের ওপেনার মোহাম্মদ নাইমকে শিকার করেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন নাইম।

 

শুরুর ধাক্কা সামলে নেয়ার চেষ্টা করেন আরেক ওপেনার রনি তালুকদার ও মাহেদি হাসান। ৬ রান করা মাহেদিকে বোল্ড করেন জুটি ভাঙেন বরিশালের পেসার এবাদত হোসেন। ১৩ বলে ২৩ রানের জুটি গড়েন তারা । এরপর চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি জিম্বাবুয়ের সিকান্দার রাজাও। শ্রীলংকার স্পিনার চাতুরাঙা ডি সিলভার বলে বোল্ড হবার আগে ২ রান করেন রাজা। ফলে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৪৮ রানে পরিনত হয় রংপুর।

 

পাওয়ার প্লে শেষ হবার পর মারমুখী ব্যাট চালান রনি। পরপর দুই ওভারে ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। নবম ওভারে চাতুরাঙা বোল্ড আউটের শিকার হওয়ার আগে । ২৮ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৪০ রান করেন রনি।

 

দলীয় ৭৬ রানে রনির বিদায়ের পর দলের হাল ধরেন পাকিস্তানের শোয়েব মালিক ও অধিনায়ক নুরুল হাসান সোহান । তবে দলীয় ৯৯ রানে সোহানকে থামান বরিশালের স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২টি চারে ১২ বলে ১২ রান করেন সোহান।

 

সোহান ফেরার পর রংপুরের রানের চাকা একাই ঘুড়িয়েছেন মালিক। শেষ ওভারের দ্বিতীয় বলে ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৯৩ তম ম্যাচে ৭৪তম হাফ-সেঞ্চুরির স্বাদ পান এই পাকিস্তানী। ওভারের শেষ বলে ছক্কায় ইনিংস শেষ করেন রংপুরের রবিউল হক। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ পায় রংপুর।

 

৩৫ বলে হাফ-সেঞ্চুরি করা মালিক ৫৪ রানে অপরাজিত থাকেন। ৩৬ বল খেলে ৫টি চার ও ২টি ছয় মারেন তিনি। ১৫ বলে ১৮ রানে অপরাজিত থাকেন রবিউল। বরিশালের চাতুরাঙা-মিরাজ ২টি করে, সাকিব-এবাদত-করিম ১টি করে উইকেট নেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version