-->

বিপিএলের কিছু রেকর্ড

অনলাইন ডেস্ক
বিপিএলের কিছু রেকর্ড

কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর। নতুন আসর শুরুর আগে গত আটটি আসরের কিছু রেকর্ড

 

সবচেয়ে বেশি ম্যাচ : মিনিষ্টার ঢাকা (১০৩টি)

সবচেয়ে বেশি জয় : মিনিষ্টার ঢাকা (৫৯টি)

সবচেয়ে বেশি হার : সিলেট সানরাইজার্স (৮০ ম্যাচে ৫৩টি)

সর্বোচ্চ দলীয় রান : রংপুর রাইডার্স ২৩৯/৪, ২০ ওভার, প্রতিপক্ষ- চট্টগ্রাম ভাইকিংস, ২০১৯

সর্বনি¤œ রান : খুলনা টাইটান্স ৪৪/১০, ১০.৪ ওভার, প্রতিপক্ষ- রংপুর রাইডার্স, ২০১৬

সবচেয়ে বড় ব্যবধানে জয় (রানে) : ১১৯ রানে জয়ী চট্টগ্রাম কিংস, বিপক্ষ- সিলেট রয়্যালস

সবচেয়ে বড় ব্যবধানে জয় (উইকেট) : ১০ উইকেটে জয় আছে বরিশাল বার্নার্স-চিটাগং ভাইকিংস ও সিলেট সিক্সার্সের

সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত) : তামিম ইকবাল, ৭৯ ম্যাচে ২৬২৮ রান

এক মৌসুমে সবচেয়ে বেশি রান (ব্যক্তিগত) : রিলি রুশো (রংপুর রাইডার্স) ১৪ ম্যাচে ৫৫৮ রান

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস : ক্রিস গেইল ১৪৬* (রংপুর রাইডার্স), প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস, ২০১৭

সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল, ৫২ ম্যাচে ১৪৩টি।

ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা : ক্রিস গেইল (রংপুর রাইডার্স) ১৮টি, প্রতিপক্ষ- ঢাকা ডায়নামাইটস।

সবচেয়ে বেশি শূন্য : এনামুল হক বিজয় ১১টি

সবচেয়ে বেশি সেঞ্চুরি : ক্রিস গেইল, ৫টি

সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরি : তামিম ইকবাল, ২৫টি

সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান, ৮৭ ম্যাচে ১২২ উইকেট

এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট : সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস), ১৫ ম্যাচে ২৩ উইকেট, সাল- ২০১৯

সেরা বোলিং ফিগার : মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স) ৪ ওভার ১৭ রান ৬ উইকেট, প্রতিপক্ষ- রাজশাহী রয়্যালস, সাল- ২০২০

হ্যাটট্রিক : ৬টি

সবচেয়ে বেশি ডিসমিসাল : নুরুল হাসান, ৬৬ ইনিংসে ৭৫টি, ক্যাচ-৫১, স্টাম্পিং-২৪

এক মৌসুমে সবচেয়ে বেশি ডিসমিসাল : নুরুল হাসান (ঢাকা ডায়নামাইটস), ১৫ ইনিংসে ১৯টি, ক্যাচ-১৫, স্টাম্পি-৪

সবচেয়ে বেশি ক্যাচ : মাহমুদুল্লাহ রিয়াদ, ৯১ ম্যাচে ৪৯ ক্যাচ

এক মৌসুমে সবচেয়ে বেশি ক্যাচ : ইমরুল কায়েস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ১১ ম্যাচে ১৭ ক্যাচ, সাল- ২০২২

সেরা জুটি (যেকোন উইকেটে) : ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম (রংপুর রাইডার্স) দ্বিতীয় উইকেটে ২০১*, প্রতিপক্ষ- ঢাকা ডায়নাইমাইটস, ২০১৭

সেরা জুটি (রানে) : ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম (রংপুর রাইডার্স) দ্বিতীয় উইকেটে ২০১*, বিপক্ষ- ঢাকা ডায়নাইমাইটস, ২০১৭

সবচেয়ে বেশি ম্যাচ : মুশফিকুর রহিম, ৯৬টি।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : মাশরাফি বিন মর্তুজা, ৮৬টি।

 

বাসস

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version