-->
‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২২’

আগমীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল

নিজস্ব প্রতিবেদক
আগমীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর পৃষ্ঠপোষকতায় ‘নগদ-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর তৃতীয় দিনে জয় পেয়েছে এটিএন নিউজ, আরটিভি, একাত্তর টিভি, কালবেলা, চ্যানেল আই, আমাদের সময়, ডেইলি স্টার, এটিএন বাংলা, বিজনেস স্ট্যান্ডার্ড, জিটিভি, রাইজিংবিডি, জাগোনিউজ ও ঢাকা পোস্ট।

 

মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে এটিএন নিউজ ১-০ গোলে নিউজ বাংলাকে পরাজিত করে। ম্যান অব ম্যাচ হয়েছেন মনিরুজ্জামান।

 

দ্বিতীয় ম্যাচে আরটিভি ১-০ গোলে বাংলাদেশ প্রতিদিনকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন আরটিভির মিজানুর রহমান।

 

তৃতীয় ম্যাচে চ্যানেল আই ৫-০ গোলে আমাদের নতুন সময়কে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাইফুল জুয়েল।

 

চতুর্থ ম্যাচে আমাদের সময় ও নাগরিক টিভির খেলা টাইব্রেকারে নিস্পত্তি না হওয়ায় টস জিতে জয়লাভ করে নাগরিক টিভি। ম্যাচ সেরা হয়েছেন আসাদুর রহমান।

 

পঞ্চম ম্যাচে ডেইলি স্টার ৪-০ গোলে ঢাকা মেইলকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হাসনাত শাহীন।

 

ষষ্ঠ ম্যাচে এটিএন বাংলা ১-০ গোলে জনকন্ঠকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কামরুজ্জামান।

 

সপ্তম ম্যাচে বিজনেস স্ট্যান্ডার্ড ২-০ গোলে নয়া দিগন্তকে হারায়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রফিকুল ইসলাম।

 

অষ্টম ম্যাচে জিটিভি ৩-০ গোলে এনটিভিকে পরাজিত করে। ম্যাচ সেরা হয়েছেন এম এম সেকান্দার।

 

নবম ম্যাচে রাইজিংবিডি ও যুগান্তরের ম্যাচটি টাইব্রেকারে নিস্পত্তি না হওয়ায় টসে জিতে যায় রাইজিংবিডি। ম্যান অব দ্য ম্যাচ হাসান মাহমুদ।

 

অপরদিকে আজকালের খবরের বিরুদ্ধে ওয়াকওভার পায় একাত্তর টিভি। চ্যানেল ২৪ নির্ধারিত সময়ে মাঠে না আসায় কালবেলা জয়লাভ করে, ইত্তেফাকের বিরুদ্ধে ওয়াকওভার পায় জাগোনিউজ এবং ঢাকা পোস্ট জয়লাভ করে ভোরের ডাকের বিপক্ষে।

 

তৃতীয় দিনের খেলায় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। টুর্নামেন্টের তত্ত্বাবধানে আছেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, ও কার্যনির্বাহী সদস্য হাসান জাবেদ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা ও এসকে রেজা পারভেজ।

১৬ নভেম্বর, ২০২২ বুধবারের খেলা

 

সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ

 

সকাল ৯:০০টা মানবজমিন বনাম এটিএন নিউজ ডি

সকাল ৯:৩০টা বাংলাভিশন বনাম জাগোনিউজ বি

সকাল ১০:০০টা চ্যানেল আই বনাম আমাদের সময় এ

সকাল ১০:৩০টা কালবেলা বনাম এটিএন বাংলা জি

বেলা ১১:০০টা এখন টিভি বনাম বিটিভি ই

বেলা ১১:৩০টা ডেইলি স্টার বনাম আরটিভি এফ

দুপুর ১২:০০টা ইনকিলাব বনাম রাইজিংবিডি সিদুপুর ১২:৩০টা একাত্তর টিভি বনাম জিটিভি এইচ

দুপুর ০১:০০টা ঢাকা পোস্ট বনাম (এখন টিভি বনাম বিটিভি বিজয়ী) ই

দুপুর ০১:৩০টা বিজনেস স্ট্যান্ডার্ড বনাম (মানবজমিন বনাম এটিএন নিউজ বিজয়ী) ডি

 

কোয়ার্টার ফাইনাল

 

সময় দল ও প্রতিপক্ষ গ্রুপ

 

দুপুর ০১:৩০টা এ বিজয়ী বনাম সি বিজয়ী আই

দুপুর ০২:০০টা বি বিজয়ী বনাম ডি বিজয়ী জে

বেলা ০২:৩০টা ই বিজয়ী বনাম জি বিজয়ী কে

বেলা ০৩:০০টা এফ বিজয়ী বনাম এইচ বিজয়ী এল

 

আগামীকাল গ্রুপ পর্বের খেলায় যারা বিজয়ী হবে তাদের কোয়ার্টার ফাইনালও খেলতে হবে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version