-->

সংকটে ফেসবুক, ছাঁটাই হবে ১২ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক
সংকটে ফেসবুক, ছাঁটাই হবে ১২ হাজার কর্মী

ঢাকা: বিশ্বে ব্যপকভাবে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সংকটে পড়েছে। মেটা প্লাটফর্মের এই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আয় কমে যাওয়া ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

 

সূত্র জানিয়েছে- ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এত বড় সংকটের মুখে পড়ে ফেসবুক। এই সংকট কাটাতেই এবার অন্তত ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা।

 

এ বিষয়ে কর্মীদের সঙ্গে আলাপ করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি জানিয়েছেন- কর্তৃপক্ষের সদ্ধিান্তে সবার সহযোগিতা প্রয়োজন। পুরো কোম্পানির মোট কর্মীর ১৫ শতাংশ বা ১২ হাজার ছাঁটাই করার জন্য তালিকা করা প্রয়োজন।

 

ইকোনমিক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে গেল সপ্তাহে মেটার একজন শীর্ষ কর্মকর্তা ব্লাইন্ড অ্যাপে তার মন্তব্য লিখেছেন। যেখানে ফেসবুকের সংকটের বিষয়ে উঠে এসেছে। তার এই পোস্টে কোম্পানির শত শত কর্মী মন্তব্য করেছেন।

 

মেটার ওই কর্মী পোস্টে লিখেছেন, এই ১৫ শতাংশ কর্মী সম্ভবত কর্মদক্ষতার ওপর নির্বাচন করা হবে। এরপর তাঁদের ছাঁটাই করা হবে।

 

ভোরের আকাশ/জেএস/

মন্তব্য

Beta version