-->
শিরোনাম

হরতালের পর অবরোধে ফিরলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক
হরতালের পর অবরোধে ফিরলো বিএনপি

দুই দিনের হরতালের পর আবার অবরোধে ফিরলো বিএনপি। দ্বিতীয় দফায় দুই দিনের হরতাল কর্মসূচি পালনের পর আবার দুই দিনের সর্বাত্মক অবরোধ দিয়েছে দলটি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন।

 

তিনি বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ প্রাচার ও সিন্ডিকেট বাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনজীবন।

 

রিজভী বলেন, জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পূণ:প্রতিষ্টার এক দফা দাবি আদায়ে ২৮ অক্টোবরের মহা-সমাবেশ করে বিএনপি। এই সমাবেশে হামলা চালানো হয়। নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়। বাড়ি বাড়ি তল্লাশী, হয়রাণী ও নির্যাতন চালানো হচ্ছে। এসবের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২২ ও ২৩ নভেম্বর বুধবার সকাল ৬ টা থেকে শুক্রবার ভোর ৬ পর্যন্ত ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

 

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলার অভিযোগ করে ওই দিনই হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ বিভিন্ন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ একে একে বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

একদিন হরতালের পর ৩১ নভেম্বর থেকে দিনের টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তারপর সপ্তাহে একদিন বাদ দিয়ে দুই দিন করে আরো চার দফায় অবরোধ দেয় বিএনপি। অবরোধের মধ্যেই ১৫ নভেম্বর দ্বাদশ জাতী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইলেকশন কমিশন। সঙ্গে সঙ্গে কোনো কর্মসূচি না দিলেও তাৎক্ষনিক প্রতিক্রিয়া তফসিল প্রত্যাখান করে বিএনপি। একদিন পর ১৬ নভেম্বর এই তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের একদফা দাবি আদায়ে দুই দিনের হরতালের ডাক দেয় দলটি। দুই দিন হরতাল পালনের পর আবার দুইদিনের অবরোধ ডাকলো বিএনপি।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version