-->
যুগপৎ কর্মসূচিতে মাঠে থাকছে শরিকরা

সারা দেশে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
সারা দেশে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং যুগপৎ আন্দোলনের ঘোষিত ১০ দফা দাবিতে আজ শনিবার সারাদেশে সাংগঠনিক বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। একই দিন এ কর্মসূচি যুগপৎভাবে পালন করতে মাঠে থাকছে সরকারবিরোধী সমমনা দল ও জোটগুলো।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সমাবেশ সফল করতে বিএনপির দাযিত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা বিভাগীয় শহরে যাচ্ছেন। তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

 

কুমিল্লা বিভাগীয় সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীর সমাবেশে মির্জা আব্বাস, খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে আবদুল মঈন খান, চট্টগ্রামে নজরুল ইসলাম খান, সিলেটে সেলিমা রহমান, ময়মনসিংহে আমীর খসরু মাহমুদ চৌধুরী, রংপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান এবং ফরিদপুর বিভাগীয় সমাবেশে থাকবেন বরকত উল্লাহ বুলু।

 

একই দিন বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবসহ গণতন্ত্র মঞ্চের নেতারা এ কর্মসূচি পালন করবেন।

 

বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাঙ্ক পাম্প-সংলগ্ন এলাকায় ১২ দলীয় জোট, পুরানা পল্টনে আলরাজী কমপ্লেক্স প্রীতম ভবনের উল্টো পাশে জাতীয়তাবাদী সমমনা জোট, বিকেল ৪টায় গণফোরামের দলীয় কার্যালয়ের সড়কের সামনে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে গণফোরাম ও পিপলস পার্টি,

 

বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য ও বিকেল ৩টায় কারওয়ানবাজার এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version