-->

সমালোচনা সহ্য করার ক্ষমতা আ.লীগ সরকারের আছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সমালোচনা সহ্য করার ক্ষমতা আ.লীগ সরকারের আছে: তথ্যমন্ত্রী

সমালোচনা সহ্য করার ক্ষমতা ক্ষমতাসীন আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

 

তিনি বলেন, ‘সরকারে থাকলে সমালোচনা সহ্য করার ক্ষমতাও থাকতে হয়। আর সেই ক্ষমতা আওয়ামী লীগের আছে।’ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সম্মেলনে সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।

 

রাষ্ট্রব্যবস্থার সংস্কার, রাজনীতিতে গুণগত পরিবর্তন ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয় সম্মেলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সম্মেলনে বক্তরা সরকারের সমালোচনা করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী কথা বলেন।

 

হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের এবং আপনাদের (ইসলামী আন্দোলন) কেউ কেউ সরকারের সমালোচনা করছিলেন। দায়িত্বে থাকলে ভুল হবে। সরকারে থাকলে সমালোচনা হবে।’

 

যে গাছে ফল ধরে সে গাছেই মানুষ ঢিল মারে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘দুনিয়ার কোনো সরকারই শতভাগ নির্ভুল কাজ করতে পারে নাই। কোনো সরকার আগামী শত বছরেও নির্ভুল কাজ করতে পারবে কি না সন্দেহ আছে।’

 

সম্মেলনে বক্তাদের সরকারের সমালোচনার জবাব দেওয়ার পাশাপাশি তাদেরকে সরকারের ভালো কাজের প্রশংসা করারও পরামর্শ দেন। বলেন, ‘খারাপ কাজের সমালোচনা যেমন করতে হবে তেমনি কাজ যেগুলো হচ্ছে, সেসবেরও প্রশংসা থাকতে হয়।’

 

সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুর দিকে ইঙ্গিত করে হাছান মাহমুদ বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সম্মেলন করেনি। ইসলামী আন্দোলনও বলতে পারত, তারা বায়তুল মোকাররম মসজিদের সামনে সম্মেলন করবে। কিন্তু তারা তা করেনি।

 

কারণ তারা মনে করেছেন ওখানে করতে গেলে মুসল্লিদের নামাজের সমস্যা হবে।’

 

ভোরের আকাশ/নি 

 

 

মন্তব্য

Beta version