-->

নিহত নয়নের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক
নিহত নয়নের পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দিয়েছে বিএনপি। 

 

বিএনপির একটি দল বুধবার (২৩ নভেম্বর) উপজেলার চরশিদপুরে নিহতের পরিবারের খোঁজখবর নিতে গিয়ে এ সহায়তা দেয় ।

 

এসময় নিহত নয়নের ছোট ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 

 

 

প্রতিনিধি দলে ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির সংসদ সদস্য ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিনা উস্কানিতে পুলিশ গুলি করে নয়নকে হত্যা করেছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, এরমধ্যে আমাদের সাতজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। নয়নের রক্ত বৃথা যাবে না, এই হত্যার বিচার করবোই। 

 

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির মহাসমাবেশ উপলক্ষে ১৯ নভেম্বর বিকেলে বাঞ্ছারামপুর সদর উপজেলায় মিছিল নিয়ে লিফলেট বিতরনের সময় পুলিশের গুলিতে নয়ন নিহত হন। 

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version