-->

দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরলেন রওশন এরশাদ

দেশে ফিরেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

 

সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজ এর একটি বিমানে প্রায় ৮ মাস চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি।

 

বেগম রওশন এরশাদ-কে স্বাগত জানাতে হাজার হাজার নেতা-কর্মী সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাঁর সাথে ছিলেন বেগম রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি শাদ এরশাদসহ পরিবারের সদস্যবৃন্দ।

 

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।

 

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য এডভোকেট কাজী ফিরোজ রশীদ ,সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা , সংসদ সদস্য এডভোকেট সালমা ইসলাম , প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য ফখরুল ইমাম , সংসদ সদস্য মসিউর রহমান রহমান রাঙ্গা , সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ,  সংসদ সদস্য নাসরিন জাহান রতনা , এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মো. জহিরুল ইসলাম জহির, সংসদ সদস্য উপদেষ্টা রওশন আরা মান্নান , সংসদ সদস্য শেরীফা কাদের , সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার , সংসদ সদস্য পনির আহমেদ , আমানত হোসেন আমানত, ডা. কে আর ইসলাম, সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী , ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, ইয়াহ্ ইয়া চৌধুরী, এইচ এম শাহরিয়ার আসিফ, জসীম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম।

মন্তব্য

Beta version