-->
শিরোনাম

বন্যার্তদের জন্য ডুফার ত্রাণ সামগ্রী হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
বন্যার্তদের জন্য ডুফার ত্রাণ সামগ্রী হস্তান্তর

ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) দ্বিতীয় দফায় বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আর্মি এভিশন গ্রুপের কাছে বন্যার্তদের জন্য ত্রাণ হস্তান্তর (৫৪৭ প্যাকেট) হস্তান্তর করেছে।

প্রতিটি প্যাকেটে ত্রাণ সামগ্রীর মধ্যে আছে- চিড়া, গুড়, খেজুর, গুড়া দুধ, টোস্ট বিস্কুট, খাবার স্যালাইন, খাবার পানি, পানি বিশুদ্ধকরন ফিটকারি‌।

বন্যার্তদের জন্য এসব সামগ্রী হস্তান্তর কালে উপস্থিত ছিলেন ডুফার সভাপতি সুজন মাহমুদ, সাধারণ সম্পাদক গাজী শেখ ফরিদ আহমেদ, অর্থ সম্পাদক মনজুর-ই-আলম বিপু, স্ট্যান্ডিং কমিটির সদস্য মো. মিজানুর রহমান, বিভাগীয় প্রতিনিধি শিবানন্দ শীল এবং ডুফার আজীবন সদস্য কামরুল হাসান।

উল্লেখ্য, সম্প্রতি আকস্মিক বন্যার শুরুতেই ডুফা কুমিল্লার বুড়িচং থানায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে সরাসরি ডুফা বন্ধুদের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে।

ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ ব্যাচের রেজিস্টার্ড বৃহৎ বন্ধু সংগঠন। ব্যাচ ভিত্তিক বন্ধুদের মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধির পাশাপাশি ডুফা জাতীয় দুর্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সব সময় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

ভোরের আকাশ/ সু

মন্তব্য

Beta version