-->
শিরোনাম

নিত্যানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব উৎসব কাল

নিজস্ব প্রতিবেদক
নিত্যানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব উৎসব কাল

পরমহংস সত্যানন্দ মহারাজ ও ১০৮ স্বামী মঙ্গলদাশ মোহন্ত মহারাজ যোগসিদ্ধাশ্রমের প্রয়াত আশ্রমাধ্যক্ষ মহাত্মা স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের ৭১ তম আবির্ভাব উৎসব ২০ জুন মঙ্গলবার নিজ আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জগন্নাথ দেবের রথযাত্রার শুভদিনে মহাত্না স্বামী নিত্যানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব দিবসটি পালিত হবে।

 

এতে ভোরবেলা পবিত্র চন্ডীপাঠ , সকালে গীতাপাঠ, পুষ্পযজ্ঞ ও দুপুরে মহাপ্রসাদ বিতরন করা হবে। পটিয়ার কেলিশহরের স্বামী সত্যানন্দ ও মঙ্গলদাস মোহন্ত কালাবাবা যোগসিদ্ধাশ্রমে এ উৎসবের আয়োজন করা হবে।

 

সেখানে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জায়গা থেকে সাধু, সন্ন্যাসী, স্বামীজীর ভক্তবৃন্দরা উপস্থিত থাকবেন। শুভ আবির্ভাব উৎসবের পুরো অনুষ্ঠানের পৌরহিত্য করবেন আশ্রম অধিপতি শ্রী অজিত বিশ্বাস (পুরী) মহারাজ।

 

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের যোগসিদ্ধাশ্রম প্রাঙ্গণে মাঙ্গলিক কর্মসূচি ও স্মৃতিচারণ সভার মাধ্যমে স্মরণ করা হবে অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর নিত্যানন্দ পুরী মহারাজকে।

 

উল্লেখ্য, গত ২০২১ সালের (১৪ ফেব্রুয়ারি) রোববার বিশ্ব ভালোবাসা দিবসের দিন ভোর পৌনে সাতটায় নিজ আশ্রমে পরলোকগমন করেন তিনি। যোগসিদ্ধাশ্রমটিতে ছয় ধর্মের অংশগ্রহণে প্রতি বছরের ২০ এপ্রিল আন্তধর্ম সম্মেলন ও সম্প্রীতি সভা আয়োজিত হয়।

 

এই সম্মেলনটির প্রবর্তক নিত্যানন্দ পুরী মহারাজ। সেখানে অংশ নিয়ে সম্প্রীতির কথা বলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম, শিখ ও বাহাইয়ের ধর্মগুরু ও প্রজ্ঞাবানরা। সেখানে উঠে আসে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবতার কথা। আন্তধর্ম সমন্বয়ের এই প্রবক্তা বিশ্বের সব মানুষের মঙ্গল কামনায় ব্রত ছিলেন।

 

তিনি এ পূণ্যময় রথযাত্রার দিনে রাউজান উপজেলার কোয়াপাড়া গ্রামে পিতৃদেব রঞ্জন বিশ্বাস ও মাতৃদেবী কিরন বালা বিশ্বাসের গৃহ আলো করে আবির্ভৃত হন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version