-->
শিরোনাম

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৩ উপলক্ষে ঢাকার রমনা কালী মন্দিরে পতঞ্জলি যোগসংঘ বাংলাদেশ কর্তৃক যোগব্যায়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার ঢাকার শ্রী শ্রী রমনা কালী মন্দিরের আঙ্গিনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক শ্রী মৃন্ময় চক্রবর্ত্রী বলেন, এই ভারত ও ভারতীয় উপমহাদেশ যদি বিশ্বকে কিছু দিয়ে থাকে, তার অন্যতম হচ্ছে যোগ দর্শন। যোগের সুনাম আজ দিকে দিকে ছড়িয়ে পড়ছে। তাই একসাথে বিশ্বের ১১৪টি দেশ আন্তর্জাতিক যোগ দিবসের পক্ষে একমত হয়েছেন। এর পূর্বে কোনো বিষয় নিয়ে এতগুলো দেশ একমতে পৌঁছানোর নজির নেই।

 

তিনি আরো বলেন, বর্তমানে ডাক্তাররাও রোগীদের যোগব্যায়াম করে রোগ নিরাময়ের পরামর্শ দিচ্ছেন। যোগ জীবনের জন্যে একটি পিউর সাইন্টিফিক ওয়ে। তাই আমাদের সকলের উচিত নিয়মিত যোগ চর্চা করে, শরীরকে রোগমুক্ত রাখা ও সুখী জীবন যাপন করা।

 

পতঞ্জলি যোগ সংঘ এর প্রতিষ্ঠাতা দেবব্রত সরকার দেবু বলেন, যোগ এসেছে ঋষি পতঞ্জলি থেকে। আমাদের এই যোগ সংঘ তার নামেই, কেননা আপনি সঠিকভাবে যোগ চর্চা করতে চাইলে ঋষি পতঞ্জলিকে বাদ দিতে পারবেন না। বর্তমান বাংলাদেশে অনেক যোগ সংঘ আছে, কিন্তু যোগের সঠিক আদর্শের ঘাটতি অনেকের মাঝেই লক্ষ্য করা যায়।

 

তাই আমাদের উচিত ঋষি পতঞ্জলির আদর্শকে ধারণ করে সঠিক ভাবে যোগচর্চা করে সুস্থ জীবন যাপন করা ও সমাজে শান্তি ছড়িয়ে দেওয়া।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের ফাস্ট সেক্রেটারি ও ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক শ্রী মৃন্ময় চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ড. জে কে পাল, পতঞ্জলি যোগ সংঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক দেবব্রত সরকার দেবু, সমাজসেবী সুব্রত ঘোষ এবং যোগ প্রশিক্ষক রাজিব সাহা ও যোগ প্রশিক্ষক জ‍্যোতি বালা সহ সমাজের বিভিন্ন স্তরের যোগপ্রেমীগণ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version