-->

কে জি মোস্তফার মৃত্যুতে বিএইচআরএফ এর শোক

নিজস্ব প্রতিবেদক
কে জি মোস্তফার মৃত্যুতে বিএইচআরএফ এর শোক
গীতিকার, খ্যাতিমান কলামিস্ট, ও সাংবাদিক কে জি মোস্তফা (ফাইল ফটো)।

অসংখ্য কালজয়ী গানের গীতিকার, খ্যাতিমান কলামিস্ট, ও সাংবাদিক কে জি মোস্তফা আর নেই।

রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংবাদিক কে জি মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ) এর সভাপতি রাশেদ রাব্বি ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। 

বিএইচআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কে জি মোস্তফা অসংখ্য কালজয়ী বাংলা গানের গীতিকার।

'তোমারে লেগেছে এত যে ভালো’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’-এর মতো ক্ল্যাসিক গানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।

 

মন্তব্য

Beta version