-->

রাজধানীসহ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক
রাজধানীসহ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার ভোর থেকেই রাজধানী ঢাকার আকাশ মেঘলা ছিল। গুমোট ভাব কিছুটা কমলেও যে কোনো সময় হালকা বৃষ্টি নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, আজ মঙ্গলবার রাজধানী ঢাকাতে হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলোতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে। তবে একটানা বৃষ্টি না হয়ে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও এটি একটানা হবে না।

 

এদিকে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version