বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কারারুদ্ধ সালাহউদ্দিন আহমেদ’র স্বাস্থের অবনতি দেখা দিলে ২০ নভেম্বর ২০২৩, সোমবার দিবাগত গভীর রাত প্রায় ৩ টার দিকে তাঁকে জরুরিভিত্তিতে বিএসএমএমইউ’র আইসিইউ’তে ভর্তি করা হয়।
এর আগে সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের শ্বাস কষ্ট দেখা দিলে সোমবার সকাল ১১ টার দিকে তাঁকে বিএসএমএমইউ’র সিসিইউ’তে ভর্তি করা হয়েছিলো।
এছাড়া গতকাল সন্ধ্যা ৭ টা থেকে তাঁর হার্ট ফেলিওর ডেভেলপ করেছে।
তাছাড়াও নিউমোনিয়া, ফুসফুসে প্রদাহ বেড়ে পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। রক্তচাপ উঠা-নামা করছে। তাঁর পরিবার জানিয়েছে বর্তমানে জীবন ঝুঁকিতে রয়েছেন সাবেক এই বর্ষীয়ান সাংসদ।
ভোরের আকাশ/নি
মন্তব্য