-->

বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে শাস্তি দাবী

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে শাস্তি দাবী

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব সাংবাদিকদের যৌথ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটােজার্নালিস্ট এ্যাসােসিয়েশন ও ক্রাইম রিপাের্টাস এ্যাসােসিয়েশন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

বক্তারা সাংবাদিকের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি সাংবাদিকদের মাঝে চরম উদ্বিগ্ন সৃস্টি করছে। কারণ ঘটনার পর পরই পুলিশ প্রশাসনকে অবগত ও লিখিত অভিযাগও করা হয়। হামলাকারী যুবলীগের সদস্য হিসাবে চিহ্নিত হওয়ায় তাকে অবিলম্বে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি জানান হয়।

 

বক্তারা ঐক্যবদ্ধ কর্মসুচীর মধ্য হামলাকারীর বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেবার জোর দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিকরা রাজপথে নামতে বাধ্য হবে।

 

সভায় সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মাহমুদুল আলম নয়ন। অনুষ্ঠিত এ যৌথ সভায় বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য এএইচএম আখতারুজ্জামান, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হােসেন মিন্টু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সাধারণ সম্পাদক গনেশ দাস,

 

বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু, ক্রাইম রিপার্টাস এ্যাসােসিয়শনের সভাপতি মাসুদুর রহমান রানা, বগুড়া প্রেসক্লাবের সহসভাপতি এসএম কাওসার, যুগ্ম সম্পাদক সাজদুর রহমান সিজু, ফটােজার্নালিস্ট এ্যাসােসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুর রহিম, বগুড়া সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য তানসেন আলম,

 

ইলিসাস হােসন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এসময় বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন এর সদস্য গন উপস্থিত ছিলেন।

 

অপরদিকে এ প্রতিবাদ সভা শেষ হবার পূর্বেই জেলা পুলিশ সাংবাদিককে হামলাকারী অভিযুক্ত জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ- সভাপতি শরিফুল আলম শিপুলকে আটক করেছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version