-->

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাইয়ের নৌ-বিহার আগামী ১০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাইয়ের নৌ-বিহার আগামী ১০ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নৌ-বিহার আগামী ১০ ফেব্রুয়ারি। একই দিন অনুষ্ঠিত হবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা। নৌবিহারে বিভাগের  সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেবেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সচিব, সংসদ সদস্য, গণমাধ্যমের সাংবাদিকরাও এতে অংশ নেবেন।

 

অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য ও হাজারের বেশি অতিথির উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হবে এই নৌবিহার।

 

নৌবিহারে অংশ নিতে আগামী ৩ ফেব্রয়ারি পর্যন্ত চাঁদা দেয়া যাবে। চাঁদার হার সদস্যদের জন্য ১ হাজার টাকা। স্বামী বা স্ত্রীর ১ হাজার টাকা। সন্তান/বিভাগের বর্তমান শিক্ষার্থীদের জন্য ৮শ’ টাকা নির্ধারণ করা হয়েছে। চাঁদা প্রদান করা যাবে অসীম কুমার দাশ (বিভাগীয় অফিস), ০১৭৮৩৩৫৪৭৪৭ (বিকাশ), রেজাউল হাসান আখন্দ (সেমিনার লাইব্রেরি), ০১৮১১২৫৮৭৮৭ (বিকাশ), তারিকুল ইসলাম খান রবিন, ০১৭১২১৬৩৪৩৪ (নগদ). এছাড়াও নিম্নোক্ত গুগল লিংকে রেজিস্ট্রেশন করে নগদ/বিকাশ এর মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে।

 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfG5m-xH2ZVLdDU2RaTbfvxcbFs9kMp4KfAaRhQi8Xs0J72yA/viewform

মন্তব্য

Beta version