-->

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

আগামীকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে কোনো ধরনের সংঘর্ষ হবে না বলে আশা প্রকাশ করেছেন আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। যাদের নিয়ে শঙ্কা ছিল সংঘর্ষ হবে তারা বলেছেন সংঘর্ষে জড়াবেন না।

 

মোকতাদির চৌধুরী বলেন, আপনারা অনেকেই শুনেছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে গণ্ডগোল হতে পারে কিন্তু কোনো আওয়াজ হয়নি, আশুগঞ্জ সম্মেলনেও কোনো আওয়াজ হয়নি। নাসিরনগর উপজেলা সম্মেলনেও পুলিশ প্রশাসন বলেছিল সংঘর্ষ হতে পারে, কিন্তু কোনো প্রকার আওয়াজ হয়নি। ইনশাআল্লাহ আমাদের এখানেও কোনো বদ আওয়াজ হবে না। তবে আওয়াজ তো হবেই, জয় বাংলা বললে আওয়াজ হবে-জয় বঙ্গবন্ধু বললে আওয়াজ হবে।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, সাংবাদিকরা আমাদের সব সময়ে সহযোগিতা করে গেছেন। সম্মেলনেও আপনাদের সহযোগিতা চাই। আমরা একটি সুশৃঙ্খল সম্মেলন উপহার দেবো।

 

মতবিনিময় সভায় সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, মুজিবুর রহমান বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।

 

৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। শনিবার (১২ নভেম্বর) বহুল কাঙ্খিত এই ত্রি-বার্ষিক সম্মেলন নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে শহরের প্রবেশপথ থেকে শুরু করে সবজায়গায় তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সম্মেলন উদ্বোধন করবেন সড়ক ও সেতুমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

 

সভাপতিত্ব করবেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে সাবেক খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড.কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি। জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল-মামুন সরকার। রাজনৈতিক পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে সভাপতি স্বপদে বহাল থাকার জোর সম্ভাবনা থাকলেও সাধারণ সম্পাদকের পদ বদল হতে পারে। এক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু এবং জাতীয় বীর আ.কুদ্দুস মাখনের ছোট ভাই সহ-সভাপতি হেলাল উদ্দিনের নাম শোনা যাচ্ছে। আবার অনেকেই মনে করেন বর্তমান কমিটির সভাপতি-সাধারণ দু'জনেই স্বপদে টিকে যাবে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version