-->
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

পূজামণ্ডপে এবার বাজবে না ডিজে গান

চট্টগ্রাম ব্যুরো
পূজামণ্ডপে এবার বাজবে না ডিজে গান

চট্টগ্রাম: প্রকৃতিতে ধূপের গন্ধ, ফুটেছে পারিজাত। কাশ ফুল আর পেজা তুলোর মতো শরতের মেঘ জানান দিচ্ছে চলে এসেছে শারদ উৎসব, শারদীয় দুর্গাপূজা।

 

আর মাত্র ৮ দিন পরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে দেবীদুর্গাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা।

 

আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বিজয়া দশমীর পর্ব শেষ হবে দুর্গোৎসবের। এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির প্রলেপের ওপর রংতুলির ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে মা দুর্গা।

 

পূজার দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা শিল্পীদের। তাদের যেন এখন নাওয়া-খাওয়ার সময় নেই। সাধারণত পূজার চার মাস আগে থেকে তাদের প্রতিমা তৈরির কাজ শুরু হয়। এখন রাত জেগেও কাজ করছেন তারা। জানালেন গতবারের চেয়ে এবার প্রতিমা তৈরির ফরমায়েশও বেড়েছে।

 

নগরীর সদরঘাট কালীমন্দিরের প্রতিমা শিল্পী সুজন পাল ভোরের আকাশকে বলেন, এখন আর দম ফেলার সময় নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহককে প্রতিমা বুঝিয়ে দিতে হবে। গত বছরের তুলনায় এবার প্রতিমার অর্ডার বেশি আসায় কাজের চাপও বেশি। তবে করোনাকালে ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেননি বলে জানান তিনি।

 

এদিকে, চট্টগ্রাম মহানগরীতে এবার ২৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য। এ ছাড়া এবার কোনো পূজামণ্ডপে ডিজে গান বাজবে না বলেও জানান তিনি।

 

আশীষ ভট্টাচার্য ভোরের আকাশকে বলেন, এবার নগরীর পূজামণ্ডপগুলোতে সম্পূর্ণ সাত্ত্বিক পূজা অনুষ্ঠিত হবে। কোনো ধরনের ডিজে গান কিংবা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। গতবারের চেয়ে এবার পূজায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে বলে জানান তিনি।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version