-->

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার যোগাদান

কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার যোগাদান

ঢাকা: বাংলাদেশে এসেছেন ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। নতুন দায়িত্বে যোগ দিতে গতকাল বুধবার রাতে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছেন।

 

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে প্রণয় কুমার ভার্মা আনুষ্ঠানিকভাবে হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ঢাকায় বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশে আসার আগে ২৫ জুলাই ২০১৯ থেকে ভিয়েতনামে ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন প্রণয় কুমার ভার্মা।

 

এর আগে তিনি হংকং, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, বেইজিং ও কাঠমান্ডুতে ভারতীয় কূটনীতিক হিসেবে কাজ করেছেন।

 

১৯৯৪ সালে তিনি ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

 

তার আগে ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতে কাজ করেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস করে প্রথমে টাটা স্টিলে কাজ করেছেন।

 

এরপর ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট থেকে চীনা ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন প্রণয় কুমার ভার্মা।

মন্তব্য

Beta version