-->

শিক্ষক হেনস্তা: শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

ঢাবি প্রতিনিধি
শিক্ষক হেনস্তা: শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ
রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ

নড়াইলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সমাবেশ থেকে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এমন ঘটনাগুলোর বিচার কেন হচ্ছে না সেজন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

এ ছাড়া সমাবেশ থেকে সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিচারের দাবিতে আগামী ১ জুলাই প্রতিবাদ দিবস পালন করার ঘোষণা দেয় তারা।

সমাবেশে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, 'পুলিশের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা দেওয়া, সম্মান রক্ষা করা। যেসব পুলিশ সদস্য নড়াইলের স্বপন কুমারের ঘটনায় এই সরকার প্রদত্ত দায়িত্ব পালন করতে পারেনি তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার পিছনে উসকানিদাতা একটি অংশ হলো ওই কলেজের শিক্ষকদের একটি অংশ। শিক্ষকদের মধ্যে যারা এই অপকর্ম করেছে তাদেরও গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।'

তিনি আরো বলেন, অতীতে এমন যেসব ঘটনা ঘটেছে সেসবের কোনো বিচার হয়নি। এতে অপরাধীরা মনে করে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তাদের বাধা কোথায়। এই ঘটনাগুলোর কেনো কোনো বিচার হয় না, অপরাধীরা শাস্তি পাচ্ছে না এর জন্য বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।'

সমাবেশে নাট্যব্যক্তিত্ব রামেন্দ্র মজুমদার বলেন, 'স্বপন কুমারের ঘটনায় জেনেছি তাকে যারা অপসারণ করতে চান সেই শিক্ষকদের একাংশের ইন্ধন রয়েছে, ঘটনায় সাথে বহিরাগতদেরও ইন্ধন রয়েছে। আমার ভাবতে অবাক লাগে শিক্ষকদের এত সংগঠন রয়েছে। কিন্তু একটি সংগঠনও এর প্রতিবাদ করলো না। কেনো? তারা কী অপেক্ষা করছেন তাদের গলায় জুতার মালা আসবে, তারপর তারা প্রতিবাদ করবেন।'

তিনি আরো বলেন, 'আমরা প্রতিবাদী হই না, কিন্তু প্রতিবাদী না হলে দেখবো আমার ওপর যখন অত্যাচার হচ্ছে তখন আমার পাশেও কেউ এসে দাঁড়াবে না। তাই সবাই যাতে এসব বিষয়ে প্রতিবাদ করি, তবেই এসব অন্যায়ের প্রতিবিধান সম্ভব হবে।'

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ঝুনা চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, চারুশিল্পী সংঘের সাধারণ সম্পাদক কামাল পাশাসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন।

মন্তব্য

Beta version