-->
শিরোনাম

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রবিবার রাতে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,আসাদুজ্জামান নূরকে রবিবার রাত ১১ টার দিকে বেইলী রোডের নওরতন কলোনী হতে গ্ৰেপ্তার করেছে‌ মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।

অন্যদিকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকেও রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

ছাত্র জনতার তীব্র আন্দোলনের মধ্যে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের

সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে। ক্ষমতার পালাবদলের পর পর তাদের বিরুদ্ধে থাকা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন ( দুদক) অনুসন্ধান করছে।

 

বিশেষ প্রতিবেদক

 

ভোরের আকাশ/মি

মন্তব্য

Beta version