-->

ভারতের ৩৫ বিধায়কসহ ৬২ জনের প্রতিনিধিদল বাংলাদেশে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারতের ৩৫ বিধায়কসহ ৬২ জনের প্রতিনিধিদল বাংলাদেশে

ভারতের ৩৫ বিধায়কসহ ৬২ জনের প্রতিনিধিদল বাংলাদেশে এসেছেন।

 

শনিবার (১৯ নভেম্বর) সকালে আসাম বিধানসভার ৩৫ জন বিধায়কসহ ৬২ জনের প্রতিনিধি দলটি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করে।

 

নেতৃত্বে আছেন আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি।

 

ভৌগলিক ও মানসিকতায় আসাম-বাংলাদেশ একই সূত্রে গাঁথা বলে সাংবাদিকদের উল্লেখ করেন তিনি।

 

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

তাছাড়া জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করবেন।

 

রাঙামাটিতে বসবাস করা অসমিয়া জনগোষ্ঠীর সাথে দেখা এবং খাগড়াছড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তাদের। এই বহরে সাংস্কৃতিক নেতৃবৃন্দ রয়েছেন। ২৩ নভেম্বর প্রতিনিধিদলটি ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version