-->

বিচার বিভাগে বরাদ্দ বাড়লো ২২৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
বিচার বিভাগে বরাদ্দ বাড়লো ২২৬ কোটি টাকা

জাতীয় সংসদে উত্থাপিত নতুন অর্থবছরের (২০২৩-২৪) প্রস্তাবিত বাজেটে বিচার বিভাগের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। বিচার বিভাগের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার দু’শ ২২ কোটি টাকা। যা গত অর্থ বছরের চেয়ে ২২৬ কোটি টাকা বেশি। গতবছর বিচার বিভাগকে দেয়া হয়েছিল ১৯৯৬ কোটি টাকা।

 

এরমধ্যে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে একহাজার ৯শ ৪২ কোটি টাকা। গত অর্থবছরে বরাদ্দ পেয়েছিল একহাজার ৭শ ৫৩ কোটি টাকা। নতুন বছরে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪৩ কোটি টাকা। যা গতবছরের তুলনায় ৩ কোটি টাকা বেশি। গতবছর এই বিভাগ বরাদ্দ পায় ৩৪ কোটি টাকা। নতুন অর্থবছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে।

 

এবছর বরাদ্দ দেওয়া হয়েছে ২শ ৩৭ কোটি টাকা। গতবছর পেয়েছিল দু’শ ৯ কোটি টাকা। গতবছরের তুলনায় এবছর বরাদ্দ বাড়ানো হয়েছে ২৮ কোটি টাকা বেশি।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version