-->

তিন মোবাইল কোম্পানির ২৫০০ কোটি টাকা রাজস্ব দিতেই হবে

নিজস্ব প্রতিবেদক
তিন মোবাইল কোম্পানির ২৫০০ কোটি টাকা রাজস্ব দিতেই হবে

তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কাছে পাওনা দুই হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

 

রায়ে গ্রামীণফোনের ১ হাজার ৪০০ কোটি টাকা, রবির ৫০০ কোটি টাকা ও বাংলালিংকের ৬৫০ কোটি টাকা সরকারকে পরিশোধ করতে বলা হয়। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে।

 

আদেশে বলা হয়, এই টাকা সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দিতে হবে। এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

 

বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। মোবাইল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

 

আদেশের পরে বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাকিব বলেন, ‘কতদিনের মধ্যে টাকা দিতে হবে, সেটি আদেশের অনুলিপি হাতে পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রæত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।’

 

২০১২ সালে সরকার বেশি ভ্যাট-ট্যাক্স নিচ্ছে মর্মে হাইকোর্টে রিট করে মোবাইল কোম্পানিগুলো। রিটের রায়ের পর আপিল করে তিনি মোবাইল কোম্পানি।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version