-->

অনলাইনে অর্ডার দেওয়া জন্মদিনের কেক খেয়ে প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক
অনলাইনে অর্ডার দেওয়া জন্মদিনের কেক খেয়ে প্রাণ গেল শিশুর

জন্মদিন পালন করার জন্য অনলাইন থেকে অর্ডার করা কেক খেয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। গত সপ্তাহে এমন ঘটনা ঘটেছে ভারতের পাঞ্জাবের পাতিয়ালা শহরে। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ার কারণে ১০ বছর বয়সী শিশু মানভির মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

মানভির দাদা হারবান লাল বলেন, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে কেক কাটে মানভি। এরপর চলে খাওয়াদাওয়া। কিন্তু রাত ১০টার দিকে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়ে। দুই বোন বমি করতে থাকে। প্রচণ্ড তৃষ্ণায় মুখ শুকিয়ে আসছিল মানভির। সে বারবার পানি খাচ্ছিল। এরপর সে ঘুমিয়ে পড়ে।

 

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, মানভির শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত সোমবার ভোরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয় ও ইসিজি পরীক্ষা করা হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করা হয়।

 

পরিবারটির অভিযোগ, কেক কানহা নামের বেকারি থেকে অর্ডার করা কেকটিতে বিষাক্ত উপাদান ছিল।

 

এই ঘটনায় বেকারি মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘শিশুটির সুরতহাল করা হয়েছে। কেকের কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আমরা প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।’

 

ভোরের আকাশ/মি

 

মন্তব্য

Beta version