-->

কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে অগ্নিকান্ড: নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
কুর্দিস্তান বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে অগ্নিকান্ড: নিহত ১৪

ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনে শুক্রবার ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

 

স্থানীয় কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাও’র ভিডিও ফুটেজে ওই ভবনের সামনে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করতে দেখা যাচ্ছে। সেখানে সোরান ইউনিভার্সিটির একাডেমিক স্টাফ এবং শিক্ষার্থীরা থাকতেন।বাসস  

 

চ্যানেলটি জানায়, প্রাথমিক তদন্তে জানা যায় ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

 

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ঘটনায় ১৪ জন নিহত ও ১৮ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি আগুনের কারণ জানার জন্য তদন্তের আহ্বান জানিয়েছেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version