-->

ইকুয়েডরে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

অনলাইন ডেস্ক
ইকুয়েডরে বন্দুকধারীর গুলিতে ৫ জন নিহত

ইকুয়েডরের গুয়াকিল নগরীর একটি বাড়িতে রোববার বন্দুকধারীদের হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো আটজন।

 

পুলিশ কর্নেল ফ্যাবারি মন্টালভো জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। তার মাথায় গুলি লাগে। খবর এএফপি’র।-বাসস

 

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে মন্টালভো আরো জানান, তিনজন লোক মোটরসাইকেলে করে নগরীর দরিদ্র এলাকা ইসলা ট্রিনিটারিয়ার একটি বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে।

 

ইকুয়েডরের দক্ষিণ উপকূলীয় বৃহত্তম নগরী গুয়াকিল প্রশান্ত মহাসাগরীয় দেশটির বৃহত্তম বন্দর ও অর্থনৈতিক কেন্দ্র। এটি মাদক পাচার সংক্রান্ত সন্ত্রাসেরও শহর।

 

সাম্প্রতিক বছরগুলিতে এটি প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী চক্রের একটি ক্রমবর্ধমান রক্তাক্ত যুদ্ধের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

 

অবস্থানগত কারণে বন্দর নগরীটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাদক চালানের একটি কৌশলগত পয়েন্টে পরিণত হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version